টানা দুবার বিশ্বকাপ জেতা খুব কঠিন: এমবাপে
ক্যারিয়ারের শেষভাগে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার। মেসি বলেই দিয়েছেন যে কাতারে তার শেষ বিশ্বকাপ। এমন কোনো ঘোষণা দেননি রোনালদো ও নেইমার। তবে ধরে নেওয়া হয়েছে, এটাই দুজনের শেষ বিশ্বকাপ। শেষ অভিযানে প্রথমবার বিশ্বজয়ের স্বপ্ন মনে এঁকেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তিন ফরোয়ার্ড।
অথচ অল্প বয়সেই কিলিয়ান এমবাপের হৃদয়ে উঁকি দিয়েছে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। যদিও ফরাসি তারকা মানছেন যে টানা দুবার বিশ্বকাপ জেতা খুব কঠিন।
রাশিয়ায় মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতেছেন এমবাপে। এখন পেলের রেকর্ড স্পর্শের সুযোগ তার সামনে। ব্রাজিলিয়ান গ্রেট টানা দুবার শিরোপা উল্লাস করেছিলেন ফিফার মেগা ইভেন্টে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারবেন ২৩ বছরে পা ফেলা ফরাসি তারকা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সবকিছুই নিয়েই খোলামেলা কথা বলেছেন এমবাপে, ‘সবসময় বেশি কিছু করা, সীমাবদ্ধতাকে দূরে ঠেলে দেওয়া- ছোট থেকেই আমার মানসিকতা এমন।’
নিজের সেই মানসিকতা ধরে রেখে কাতারে বড় কিছুর আশায় ফরাসি ফরোয়ার্ড, ‘২০১৮ সালে যখন আমি বিশ্বকাপ জিতেছিলাম, তখন এটি আমার শেষ ছিল না। ওটা উন্মাদনার প্রথম অধ্যায় ছিল। পরপর দুবার জেতা খুব কঠিন। কিন্তু আপনি যদি ইতিহাস লিখতে চান তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যা কেউ করেনি। তাই আমরা চেষ্টা করতে যাচ্ছি। আমি মনে করি আমাদের ভালো একটি দল আছে। আমাদের গ্রুপটা ভালো। কোচ একই এবং আমাদের পেছনে দেশ আছে।’
রাশিয়ায় বিশ্বকাপ জয় কীভাবে বদলে দিয়েছে জীবন এবং ক্যারিয়ার তা এভাবেই বর্ণনা করেন এমবাপে, ‘এটি আমার জীবনকে বদলে দিয়েছে। সেই বিশ্বকাপের পর সবকিছুই অন্যরকম ছিল কারণ পুরো বিশ্ব দেখছিল। আমি বিশ্বকাপের আগে বিখ্যাত ছিলাম, এমনটা কিন্তু নয়। এটা আমাকে পাগল করে দিয়েছিল। শান্ত হতে আমার কিছুটা সময় লেগেছে।’
এসজি