থ্রি লায়ন্সদের দলে ম্যাডিসন, রাশফোর্ড ও উইলসন
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দোড়গোড়ায় ইংল্যান্ড। প্রয়োজন কেবল আর একটি মাত্র জয়। অন্যদিকে ফুটবল বিশ্বকাপ শুরুর অপেক্ষায় ইংলিশরা। তার আগে কাতার যাত্রার স্বপ্নসারথিদের নাম প্রকাশ করেছে ইংল্যান্ড।
থ্রি লায়ন্সদের ২৬ সদস্যের স্কোয়াডে ঠাঁই পেয়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার জেমস ম্যাডিসন। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড এবং নিউক্যাসল স্ট্রাইকার ক্যালাম উইলসনকেও বিশ্বকাপ ভাবনায় রেখেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে বিশ্বকাপ দল ঘোষণা করে ১৯৬৬ বিশ্বকাপজয়ীরা। কাতার যাত্রায় সাউথগেট সুযোগ দিয়েছেন ম্যাডিসনকে। তবে এসি মিলানের সেন্টার-ব্যাক ফিকায়ো তমুরি, ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টানি এবং ওয়েস্টহাম ফরোয়ার্ড জ্যারড বোয়েনকে উপেক্ষা করেছেন তিনি।
আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। ‘বি’ গ্রুপের থ্রি লায়ন্সদের অপর দুই প্রতিপক্ষ হলো ওয়েলস ও যুক্তরাষ্ট্র। দুটো দলই ইতোমধ্যে প্রকাশ করেছে তাদের দল।
ইংল্যান্ড বিশ্বকাপ দল:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল), অ্যারন র্যামসডেল (আর্সেনাল)।
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুইরে (ম্যানইউ), লুক সো (ম্যানইউ), এরিক ডিয়ের (টটেনহাম), জন স্টোনস (ম্যানসিটি), কাইল ওয়ালকার (ম্যানসিটি), কায়রন ট্রিপিয়ের (নিউক্যাসল), কনর কোয়াডি (এভারটন), বেন হোয়াইট (আর্সেনাল), ট্রেন্ট আলেকজান্ডার-আরনোল্ড (লিভারপুল)।
মিডফিল্ডার: জেমস ম্যাডিসন (লেস্টার), জুড বেলিংহাম (বরুসিয়া ডর্টমুন্ড), ম্যাসন মাউন্ট (চেলসি), কনর গ্যালাঘের (চেলসি), ডেক্লান রিস (ওয়েস্টহাম), জর্ডান হেন্ডেরসন (লিভারপুল), ক্যালভিন ফিলিপস (ম্যানসিটি)।
ফরোয়ার্ড: ফিল ফোডেন (ম্যানসিটি), জ্যাক গ্রিয়ালিস (ম্যানসিটি), হ্যারি কেন (টটেনহাম), বুকায়ো সাকা (আর্সেনাল), রাহিম স্টার্লিং (চেলসি), ক্যালাম উইলসন (নিউক্যাসল), মার্কাস রাশফোর্ড (ম্যানইউ)।
এসজি