জার্মানির বিশ্বকাপ দলে ১৭ বছর বয়সী মৌকোকো
শুরুটা এত ভালো হবে প্রত্যাশার বাইরে ছিল তার। বয়স সবে ১৭। খেলছেন বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে। জাতীয় দলে অভিষেকই হয়নি। অথচ সেই ইউসোফা মৌকোকো এখন আলোচনায়। জার্মানির বিশ্বকাপ স্কোয়াডেই তিনি ডাক পেয়ে গেছেন।
কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক। বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হ্যামেলস। ইনজুরির কারণে নেই ডর্টমুন্ড অধিনায়ক মার্কো রেউস ও বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান রিটজ।
জার্মানির স্কোয়াডে আলোচিত নাম মৌকোকো। ক্যামেরুনে জন্ম নেওয়া এই স্ট্রাইকার জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৫ ম্যাচে গোল করেছেন ৬টি। বুন্দেসলিগায় ডর্টমুন্ডের হয়ে ১৩ ম্যাচে তার গোল ৬টি।
মৌকোকো সুবিধাটা পেয়েছেন মূলত টিমো ভেরনারের ইনজুরির কারণে। বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ায় রীতিমতো উচ্ছ্বসিত মৌকোকো। ইনস্টাগ্রামে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি, ‘আমি বিশ্বাস করতে পারছি না। এটা কঠোর পরিশ্রমের ফসল। আমি খুবই খুশি ও আপ্লুত।’
জার্মানির বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্র্যাপ (অ্যাইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: ম্যাথিয়াস গিন্টার (ফ্রেইবার্গ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকলাস সুয়েল (বরুসিয়া ডর্টমুন্ড), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), থিলো কেহেরার (ওয়েস্টহ্যাম ইউনাইটেড), ডেভিড রাউম (লাইপজিগ), লুকাস ক্লোস্টারম্যান (লাইপজিগ), আর্মেল কোস্টেরম্যান (সাউদাম্পটন), ক্রিশ্চিয়ান গুয়েন্টার (ফ্রেইবার্গ)।
মিডফিল্ডার: ইকাই গুন্দোগান (ম্যানচেস্টার সিটি), জোনাস হফম্যান (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), লিওন গোরেটজকা (বায়ার্ন মিউনিখ), সার্জ নাব্রি (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), ইয়াশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ), জুলিয়ান ব্র্যান্ডট (বরুসিয়া ডোনাস), মারিও গোটশে (অ্যাইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট)।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মৌকোকো (বরুশিয়া ডর্টমুন্ড), নিকলাস ফুয়েলক্রুগ (ওয়ের্ডার ব্রেমেন), করিম আদেইমি (বরুশিয়া ডর্টমুন্ড)।
এসজি