শক্তিশালী দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের
পেশির চোটে পড়েছেন করিম বেনজেমা। বুধবার (৯ নভেম্বর) রিয়াল মাদ্রিদের অনুশীলনে ছিলেন না তিনি। হাঁটুর চোট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে কাটছে রাফায়েল ভারানের দিন। ঝুঁকি থাকলেও এই দুইজনকে রেখেই কাতার বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
এবার ২৬ জনের দল নিয়ে কাতার যাওয়ার অনুমতি পেয়েছে দলগুলো। তবে দিদিয়ের দেশম সাজিয়েছেন ২৫ সদস্যের দল। আক্রমণভাগে তার সেরা অস্ত্র কিলিয়ান এমবাপে। পিএসজি সুপারস্টার বেনজেমা ছাড়াও পাবেন অভিজ্ঞ আন্তেনিও গ্রিজম্যান এবং অলিভিয়ের জিরুর সঙ্গ। গোলমুখে আছেন ভরসামান হুগো লরিস। মিডফিল্ডে
থাকছেন রিয়াল মাদ্রিদে দুই সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়েন হুগো।
ফরাসিদের বিশ্বকাপ দলে টিকে গেছেন জুলস কন্দে ও উসমানে দেম্বেলে। কাতারে শিরোপা ধরে রাখার মিশনে পল পগবা এবং এনগোলো কন্তেকে পাবে না ফ্রান্স। দুজনেই চোটের কারণে ছিটকে গেছেন।
তারকাদের মধ্যে ফেরল্যান্ড মেন্দি এবং লুকাস দিগনেকেও বিশ্বকাপ দলে রাখেননি দেশম। কাতারে ‘ডি’ গ্রুপে তার শিষ্যদের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং তিউনিশিয়া। আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা। ২৬ ও ৩০ নভেম্বর যথাক্রমে ডেনমার্ক ও তিউনিশিয়ার মুখোমুখি হবেন এমবাপে-বেনজেমারা।
ফ্রান্সের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: হুগো লরিস (টটেনহাম), আলফোনস আরিওলা (ওয়েস্টহাম), স্টিভ মান্দান্দা (রেনে)।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ (বায়ার্ন), থিও হার্নান্দেজ (এসি মিলান), প্রিসনেল কিম্পেম্বে (পিএসজি), ইব্রাহিমা কন্তে (লিভারপুল), জুলস কন্দে (বার্সেলোনা), বেঞ্জামিন প্যাভার্ড (বায়ার্ন), উইলিয়াম সালিবা (আর্সেনাল), দায়োত উপমেকানো (বায়ার্ন), রাফায়েল ভারানে (ম্যানইউ)।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল), ইউসুফ ফোফানা (মোনাকো), মাত্তেও গুয়েনজো (মার্শেই), আদ্রিয়েন র্যাবিওট (জুভেন্টাস), অরেলিয়েন চৌমেনি (রিয়াল), জর্দান ভেরেটআউট (মার্শেই)।
ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল), কিংশলে কোম্যান (বায়ার্ন), উসমানে দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ের জিরু (এসি মিলান), আন্তেনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো), কিলিয়ান এমবাপে (পিএসজি), ক্রিস্টোফার এনকুনকু (লিপজিগ)।
এসজি