বিশ্বকাপ ফুটবলের সেরা পাঁচ
আর কদিন পরই শুরু হবে কাতার বিশ্বকাপ ফুটবল। আগাম রোমাঞ্চে ফুটছে ভক্ত-সমর্থকরা। কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে ২০ নভেম্বর পর্দা উঠবে বিশ্বকাপের। তার আগে দেখে নেওয়া যাক বিগত বিশ্বকাপ গুলোতে সবচেয়ে বেশি অংশ নেওয়া শীর্ষ পাঁচ দলকে। কার কতটা শিরোপা, ম্যাচ, জয়. হার-ইত্যাদী।
ব্রাজিল
বিশ্বকাপে সবচেয়ে বেশি ২১ বার অংশ নিয়েছে লাতিন আমেরিকার ব্রাজিল। বিশ্বকাপে সেলেকাওদের খেলা ম্যাচের সংখ্যা ১০৯টি। জয় ৭৩ ম্যাচে, হার ১৮টিতে। বাকি ১৮ ম্যাচ ড্র। শিরোপা সর্বোচ্চ ৫টি। বিশ্ব ফুটবলে সম্ভবত সবচেয়ে বেশি তারকা ফুটবলারের জন্ম দিয়েছে ব্রাজিল। যাদের মধ্যে আছেন পেলে, রোনাল্ডো, রোমারিও, রোনালদিনহো, কাফু, নেইমার ইত্যাদি। ২০০২ বিশ্বকাপে সর্বশেষ ট্রফি জিতেছিল ব্রাজিল।
জার্মানি
জার্মানী ১৯ বার বিশ্বকাপে অংশ নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে। বিশ্বকাপে জার্মানির জয় ৬৭ ম্যাচে। হার ২২টি। ২০টিতে ড্র। ২০১৪ আসরের ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে সর্বশেষ শিরোপা জিতেছে জার্মানি। কিন্তু ২০১৮ সালে কোচ জোয়াকিম লো’র অধীনে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। ব্রাজিলের পরেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানি।
ইতালি
ইতালি বিশ্বকাপে অংশ নিয়েছে ১৮ বার। ৪৫ ম্যাচে জয়, ১৭ ম্যাচে হার, ২১ ম্যাচে ড্র। জার্মানির মতো ইতালিও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬)।
আর্জেন্টিনা
আর্জেন্টিনা এ পর্যন্ত ১৭টি বিশ্বকাপে অংশ নিয়েছে। ২১ আসরের মধ্যে তারা চারটিতে অংশ নিতে পারেনি। এ পর্যন্ত খেলা ৮১ ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় ৪৩টিতে। ২৩ ম্যাচে হার। ১৯৭৮ ও ১৯৮৬ সালে দুইবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১৪ সালে সুযোগ আসলেও হয়নি। ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসিদের।
স্পেন
সমর্থকদের কাছে লা ফুরিয়া রোজা নামে পরিচিত স্পেন ১৯৩৪ সালে প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে এসে কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিল। ১৫টি বিশ্বকাপে খেলা স্পেন একবারের চ্যাম্পিয়ন ২০১০ সালে। ৬৩ ম্যাচে স্পেনের জয় ৩০টি। হার ১৮টিতে।
এমএমএ/