কাতারে শেষটা রাঙাতে পারবেন মদ্রিচ?
লুকা মদ্রিচ থাকছেন কাতার বিশ্বকাপে- এটা অনুমেয় ছিল। শতভাগ নিশ্চিত হওয়া গেল বুধবার (৯ নভেম্বর) ক্রোয়েশিয়া বিশ্বকাপ দল ঘোষণার পর। রিয়াল মাদ্রিদ সুপারস্টারকে রেখেই ২৬ সদস্যের স্কোয়াড সাজিয়েছেন কোচ জ্লাটকো ডালিচ। তাতে এখন জেগেছে নতুন প্রশ্ন- কাতারে শেষটা রাঙাতে পারবেন মদ্রিচ?
গত সেপ্টেম্বরে ৩৭ ছুঁয়েছে মদ্রিচের বয়স। ক্যারিয়ারের শেষ ভাগেও দারুণ ছন্দে এই মিডফিল্ডার, যিনি রাশিয়ায় সবশেষ বিশ্বকাপে দলকে তুলেছিলেন ফাইনালে। ক্রোয়াটদের সেই স্বপ্নযাত্রায় মদ্রিচের সঙ্গী ছিলেন ইভান রাকিতিচ ও মারিও মানজুকিচ। দুজনেই তুলে রেখেছেন জাতীয় দলের জার্সি। তাই এবার মাতেও কোভাসিচ ও মার্সেলো ব্রোজোভিচদের সঙ্গে জুটি গড়তে হবে মদ্রিচকে।
গত বিশ্বকাপের রানার্সআপদের আক্রমণভাগে বড় অস্ত্র ইভান পেরিসিচ। আশ্চর্যজনকভাবে চূড়ান্ত দলে নাম লেখাতে পারেননি রেঞ্জার্স ফরোয়ার্ড আন্তেনিও কোল্যাক। ৩০ জনের প্রাথমিক দলে থাকলেও শেষতক তাকে বিবেচনায় রাখেননি ডালিচ।
ক্রোয়েশিয়া বিশ্বকাপ দল
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিকার ইভাসিচ, ইভো গ্রবিক।
ডিফেন্ডার: ডোমাগোজ ভিদা, দেজান লভরেন, বোর্না বারিসিচ, জোসিপ জুনানোভিচ, মার্টিন এরলিচ, জোসিপ সুতালো।
মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লভরো মেজার, ক্রিস্টিজান জাকিচ, লুকা সুচিচ।
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিস্লাভ ওরসিচ, আন্তে বুদিমির, মার্কো লিভাজা।
এসএন