সুইসদের বিশ্বকাপ দলে ঝাকা-শাকিরি
অভিজ্ঞ দল নিয়েই কাতার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। ২৬ সদস্যের স্কোয়াডে দুই তারকা মিডফিল্ডার গ্রানিত ঝাকা ও জারদান শাকিরিকে রেখেছেন তিনি।
বুধবার (৯ নভেম্বর) ২০২২ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। ফুটবলের মেগা ইভেন্টে ‘জি’ গ্রুপে রয়েছে ইউরোপিয়ান দেশটি। তাদের তিন প্রতিপক্ষ- ব্রাজিল, সার্বিয়া ও ক্যামেরুন। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা সেরা সাফল্য সুইসদের। টুর্নামেন্ট ইতিহাসে দুইবার শেষ আটে উঠেছিল তারা।
ইয়াকিন বলেছেন, ‘অনেক খেলোয়াড় সাম্প্রতিক সপ্তাহ ও মাসগুলোতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। তাই কিছু পজিশনে খেলোয়াড় পছন্দ করা কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমাকে ২৬টি নামের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে। আমি নিশ্চিত যে এই ২৬ জন খেলোয়াড় আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে।’ তবে কী সেই লক্ষ্য- এই প্রশ্নের জবাব ছিল না সেই বিবৃতিতে।
সুইজারল্যান্ড বিশ্বকাপ দল
গোলরক্ষক: গ্রিগর কোবেল, ইয়ান সোমার, জোনাস ওমলিন, ফিলিপ কোহন।
ডিফেন্ডার: ম্যানুয়েল আকানজি, ইরে কমার্ট, নিকো এলভেদি, ফ্যাবিয়ান শার, সিলভান উইডমার, রিকার্ডো রদ্রিগেজ, এডিমিলসন ফার্নান্দেস।
মিডফিল্ডার: মিচেল এবিশার, জারদান শাকিরি, রেনাতো স্টেফেন, গ্রানিত ঝাকা, ডেনিস জাকারিয়া, ফ্যাবিয়ান ফ্রেই, রেমো ফ্রেলার, রোয়া ওকাফোর, ফ্যাবিয়ান রাইডার, আর্ডন জাশারি।
ফরোয়ার্ড: ব্রিল এম্বোলো, রুবেন ভার্গাস, জিব্রিল সো, হারিস সেফেরোভিচ, ক্রিশ্চিয়ান ফ্যাসনাখট।
এসএন