তরুণে ঠাসা সকারুদের বিশ্বকাপ দল
কাতার বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াড সাজাচ্ছে দলগুলো। অস্ট্রেলিয়া হাঁটল ভিন্ন পথে। তরুণে ঠাসা সকারুদের বিশ্বকাপ দল। তাদের ২৬ সদস্যের স্কোয়াডে ১৭ জনই প্রথমবার বিশ্বকাপ খেলার জন্য ডাক পেয়েছে।
অস্ট্রেলিয়ার উদীয়মান ফুটবলার গারাং কুয়োল। জানুয়ারিতে প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেবেন এই ফরোয়ার্ড। তার আগে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ মাতানোর সুযোগ পেয়েছেন কুয়োল। তাদের দলে সবচেয়ে অভিজ্ঞ সদস্য গোলরক্ষক ম্যাথিউ রায়ান।
অস্ট্রেলিয়ার অধিনায়ক রায়ান নিজ দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৭৫টি ম্যাচ। দ্বিতীয় অভিজ্ঞ ফুটবলার উইঙ্গার ম্যাথিউ লেকি। দুজনেই তৃতীয়বার বিশ্বকাপ খেলার অপেক্ষায় রয়েছেন। ৩২তম হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছেন তারা।
সবশেষ জুনে প্লে-অফ পেরুকে পেনাল্টিতে পরাস্ত করে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে সকারুরা। বাছাই মিশনে মোট ৬৮ ফুটবলারকে পরখ করেছেন কোচ গ্রাহাম আরনোল্ড। আর গত ৪ বছরে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছে ৩২ খেলোয়াড়ের।
সবার শক্তি পরখ করেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল সাজিয়েছেন আরনোল্ড। এখন তাদের লড়াইয়ে নামার অপেক্ষা। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া। বলা হয়েছে, শনিবার কাতার পৌঁছাবে সকারুরা এবং অনুশীলন শুরু করবে সোমবার থেকে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: ম্যাথু রায়ান (এফসি কোপেনহেগেন), অ্যান্ড্রু রেডমাইন (সিডনি এফসি), ড্যানি ভুকোভিচ (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স)।
ডিফেন্ডার: আজিজ বেহিচ (ডুন্ডি ইউনাইটেড), মিলোস ডিজেঙ্ক (কলম্বাস ক্রু), থমাস ডেং (আইবিরেক্স নিগাটা), জোয়েল কিং (উদিনেস), নাথানিয়েল অ্যাটকিনসন (হার্টস), ফ্রাঁ কারাসিক (ব্রেসিয়া), হ্যারি সাউটার (স্টোক সিটি), কাই রোলস (হার্টস), ক্রেইগ গুডউইন (অ্যাডিলেড ইউনাইটেড)।
মিডফিল্ডার: অ্যারন ময় (সেল্টিক), জ্যাকসন আরভাইন (সেন্ট পাওলি), আজদিন হ্রস্টিক (হেলাস ভেরোনা), বেইলি রাইট (সান্দারল্যান্ড), ক্যামেরন ডেভলিন (হার্টস), রিলে ম্যাকগ্রি (মিডলসবোরো), কিয়ানু ব্যাকাস (সেন্ট মিরেন)।
ফরোয়ার্ড: আওয়ার ম্যাবিল (কাদিজ), ম্যাথিউ লেকি (মেলবোর্ন সিটি), মার্টিন বয়েল (হাইবারনিয়ান), জেমস ম্যাক্লারেন (মেলবোর্ন সিটি), জেসন কামিন্স (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স), মিচেল ডিউক (ফ্যাগিয়ানো ওকায়ামা), গারাং কুয়োল (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স)।
এমএমএ/