ডেনমার্কের বিশ্বকাপ দলে এরিকসেন
কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ডেনমার্ক। ২১ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে ক্রিশ্চিয়ান এরিকসেনকে। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে খেলাকালীন হার্ট অ্যাটাক করেছিলেন ড্যানিশ মিডফিল্ডার। পরবর্তীতে সুস্থ হয়ে মাঠে ফিরেন তিনি। ফিফার মেগা ইভেন্টেও ৩০ বছর বয়সী ফুটবলারকে রেখে পরিকল্পনা সাজিয়েছে ডেনমার্ক।
এ বছর বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল সাজাতে পারবে দলগুলো। ডেনমার্ক শিবিরেও থাকবে সমান সংখ্যক ফুটবলার। ইউরোপীয় ম্যাচের শেষ রাউন্ডের পরে আরও ৫ ফুটবলারের নাম ঘোষণা করবে তারা।
ডেনমার্ক কোচ ক্যাসপার হুলমান্ড বলেছেন, ‘আমাদের অনেক খেলোয়াড়ের দুটি খেলা বাকি আছে (ক্লাব ফুটবলে)। এটা সহজেই পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে। অনেক কিছুই ঘটতে পারে। তাই সঠিক সময়ের প্রয়োজন। (দলে) শেষ পাঁচটি স্থানের জন্য এখনো ১০-১২ খেলোয়াড় আমাদের হাতে রয়েছে।’
আগামী ২২ নভেম্বর তিউনিশিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ডেনমার্ক। ‘ডি’ গ্রুপে তাদের দ্বিতীয় ম্যাচ ২৬ নভেম্বর। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে ড্যানিশরা।
ডেনমার্কের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ক্যাসপার স্মাইকেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা বার্লিন)।
ডিফেন্ডার: সাইমন কেজার (এসি মিলান), জোয়াকিম অ্যান্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জোয়াকিম মাহেলে (আটালান্টা), আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ট্রাবজনস্পর), ভিক্টর লেনসন (গালাতাসারে), ড্যানিয়েল ওয়াস (ব্রন্ডবি)।
মিডফিল্ডার: থমাস ডেলানি (সেভিয়া), ম্যাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিশ্চিয়ান এরিকসেন (ম্যানচেস্টার ইউনাইটেড), পিয়েরি-এমিল হজবজের্গ (টটেনহাম হটস্পার)।
ফরোয়ার্ড: আন্দ্রেয়াস স্কোভ ওলসেন (ক্লাব ব্রুগে), জেসপার লিন্ডস্ট্রম (এনট্রাফট ফ্রাঙ্কফুর্ট), আন্দ্রেয়াস কর্নেলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রাথওয়েট (এস্পানিওল), ক্যাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ডামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভলসবুর্গ)।
এসজি