ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
শেষ সময় ছিল আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। তবে ততদিন অপেক্ষা করলেন না ব্রাজিল কোচ তিতে। কাতার বিশ্বকাপের জন্য সোমবার (৭ নভেম্বর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি।
ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন রবার্তো ফিরমিনো ও ফিলিপ কুতিনহো। গ্যাব্রিয়েল জেসুস ও দানি আলভেস নিয়ে সংশয় থাকলেও দুজন আছেন স্কোয়াডে।
আক্রমণভাগে অনুমিতভাবে আছেন দলের তারকা ফুটবলার নেইমার। তার সঙ্গে আছেন ভিনিসিউস জুনিয়র, অ্যান্টোনি, রাফিনহা, রিচার্লিশনরা।
গোলপোস্টে প্রথম পছন্দ লিভারপুলে খেলা অ্যালিসন। বাকি দুই গোলরক্ষক হলেন ম্যানসিটির এদেরসন ও পালমেইরাসে খেলা ওয়েভেরতন।
আগামী ২০ নভেম্বর থেকে কাতারে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। জি গ্রুপে রয়েছে ব্রাজিল। নেইমারদের বাকি তিন প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। ২৪ নভেম্বর লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভেরতন।
ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, এদের মিলিতাও, গ্লেইসন বেহেমা।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফাবিনিয়ো, ব্রুনো গিমারেস, ফ্রেড, লুকাস পাকেতা, এভেরতন রিবেইরো, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিউস জুনিয়র, গাব্রিয়েল জেসুস, অ্যান্টোনি, রাফিনহা, রিশার্লিসন, গাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, পেদ্রো।
আরএ/