কাতার বিশ্বকাপে মেসিদের নিয়ে স্বপ্নে বিভোর ভক্তরা
১৯৮৬ বিশ্বকাপ। ম্যারাডোনা জাদুতে সর্বশেষ বৈশ্বিক সোনালি ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। এরপর প্রতিটি বিশ্বকাপেই তুমুল ফেবারিট হয়েও চিরায়ত হতাশা উপহার দেওয়ায় দলটির কাজ। ২০০৫ সালে আর্জেন্টিনা দলে অভিষেক হওয়ার পর লিওনেল মেসিকে নিয়ে আশার বসতি শুরু ভক্ত-সমর্থকদের। কিন্তু হয়ে হয়েও হচ্ছে না।
২০১৪ বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার জন্য শিরোপা জেতার সুবর্ণ সুযোগ। কিন্তু ফাইনালে পারেনি তারা। মেসির চোখের সামনে শিরোপা নিয়ে উল্লাস করেছিল জার্মান শিবির। এরপর কয়েকটি কোপার আসরেও ব্যর্থ ছিল আর্জেন্টিনা।
সর্বশেষ ২০২১ কোপায় ব্রাজিলকে হারিয়েই দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘুচায় আর্জেন্টিনা। এরপর থেকে তো আর্জেন্টিনা রীতিমতো দূরন্ত। লিওনেল স্কালোনির কোচিংয়ে রেকর্ড টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ সামনে রেখে তাই আর্জেন্টিনাকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই।
সামনেই কাতার বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের মঞ্চে চিরায়ত চাপ উতরে আগাতে পারবে তো আর্জেন্টিনা? আর্জেন্টিনা জাতীয় দলের ফিজিও লুইস মার্টিনের মতে, হাসি ফোটানোর কাজটি মেসিরা করে যাচ্ছেন অনেকদিন ধরেই। আর সেটা প্রবল চাপ নিয়েও। যদিও সোনালি ট্রফিটা এখনো অধরা।
শুক্রবার (২৮ অক্টোবর) আর্জেন্টিনার ২২১ রেডিও চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ফিজিও মার্টিন কথা বলেন বিশ্বকাপ নিয়ে। যেখানে তিনি বলেন, মেসিরা সব সময়ই মাঠে খেলে থাকেন দেশকে আনন্দে ভাসানোর লক্ষ্যে।
মার্টিন বলেন, ‘মেসি ও ডি মারিয়া দারুণ লড়াকু খেলোয়াড়। তারা প্রতিশোধ নিতে চায় না, তারা জনগণ, তাদের বন্ধু-বান্ধব ও পরিবারকে আনন্দ দেওয়ার চাপ নিয়ে খেলে।’
ডি মারিয়া ইনজুরিতে। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে। অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ সদস্য পাওলো দিবালাও চোটের শিকার।
কাতার বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় আগামী ১৪ নভেম্বর। মার্টিন মনে করেন, বিশ্বকাপের আগেই দিবালাসহ চোটে থাকা অন্যরাও সেরে উঠবেন। তিনি বলেন, ‘ক্লাবের সঙ্গে থাকা খেলোয়াড়দের ব্যাপারে আমরা খুবই সচেতন। আমরা প্রতিনিয়ত তাদের উন্নতি অনুসরণ করছি। আমরা নিশ্চিত যে দিবালা কাতারে থাকতে পারবে।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে সি গ্রুপে। যেখানে বাকি তিন প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মেসিরা।
এসজি