আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনাল, শিরোপা জিতবেন মেসিরা!
চলছে ক্রিকেট বিশ্বকাপ। ধেয়ে আসছে ফিফা বিশ্বকাপ। তাই ব্যাট-বলের বিপরীতে সমান তালে আলোচনায় ফুটবল। দুই মেগা ইভেন্ট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্রিকেটে সবাই এখন ব্যস্ত সেমিফাইনালের হিসেব-নিকেশ নিয়ে।
ওদিকে ফিফা ইভেন্টের ফাইনালে আর্জেন্টিনা ও পর্তুগালকে তুলে দিয়েছে একটি সুপার-কম্পিউটার। শিরোপা দিয়েছে লিওনেল মেসিদের হাতে!
বিসিএ’র গবেষণায় ব্যবহৃত যন্ত্রটি ভবিষ্যদ্বাণী করেছে যে মেসির আর্জেন্টিনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে কাতার বিশ্বকাপের ফাইনালে। সুপার কম্পিউটারের দাবি, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা উল্লাস করবেন মেসি।
দ্য সান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইএ স্পোর্টস ফিফা ভিডিও গেম প্লেয়ার পরিসংখ্যান এবং আগের চারটি বিশ্বকাপ টুর্নামেন্টের সব ম্যাচের নমুনা ব্যবহার করে এমন ভবিষ্যদ্বাণী করেছে।
বিসিএ তাদের গবেষণা শেষে জানিয়েছে, ইংল্যান্ড সেমিফাইনালে পর্তুগালের কাছে হারবে টাইব্রেকার, যা ২০০৬ বিশ্বকাপে দুই দলের মধ্যকার ম্যাচের স্মৃতি ফিরিয়ে আনবে। সুপার কম্পিউটার বলছে, নকআউটে একে একে সুইজারল্যান্ড, জার্মানি এবং ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবে পর্তুগাল। সেখানে তাদের সঙ্গী হবে আর্জেন্টিনা, যারা নকআউটে টপকাবে ফ্রান্স, নেদারল্যান্ডস আর ব্রাজিলের বাধা। এমন যান্ত্রিক হিসেব কতটা মিলে বিশ্বকাপের মূল লড়াইয়ে সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, কাতারে ফিফা বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
এসজি