ইয়েমেনকে হারালেই চূড়ান্ত পর্বে বাংলাদেশ
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন চলছে ফুটবলের জোয়ার। এই জোয়ার তৈরি হয়েছে নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা জেতায়। এরপর ছেলেদের জাতীয় দল দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমটিতে কম্বোডিয়াকে হারিয়েছিল। যদিও পরের ম্যাচে তারা নেপালের কাছে হেরেছিল। এদিকে ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এফসি অনূর্ধ্ব ১৭ ফুটবল আসর। সিঙ্গাপুরের পর ভুটানকে হারিয়ে বাংলাদেশের তরুণদের স্বপ্ন এখন চূড়ান্ত পর্বে খেলার। সেজন্য তাদের সামনে বাধা হয়ে আছে ইয়েমেন। আজ সন্ধ্যা ৭টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তাফা কামাল স্টেডিয়ামের টার্ফে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সেখানে ইয়েমেনকে হারাতে পারলেই চূড়ান্ত পর্বের টিকিট মিলবে বাংলাদেশের।
ইয়েমেনকে হারানো বাংলাদেশের তরুণদের জন্য কঠিন একটি কাজ হবে। কারণ বাংলাদেশের মতো ইয়েমেনও ভুটান ও সিঙ্গাপুরকে হারিয়েছে। তবে তাদের জয়টি ছিল চোখে পড়ার মতন। দুই ম্যাচে গোল করেছে ১৪টি। ভুটানকে ৮-০ গোলে হারানোর পর সিঙ্গাপুরকে হারিয়েছে ৬-০ গোলে। তাদের গোল করার স্পৃহা দেখেই বোঝা যাচ্ছে ইয়েমেন কতটা শক্তিশালী দল।
দুই দলের পয়েন্ট সমান হলেও গোল গড়ে ইয়েমেন অনেক এগিয়ে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। চূড়ান্ত পর্বে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন দল। আর রানার্সআপ হলেও বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে না কারণ ১০ গ্রুপের ১০ চ্যাম্পিয়ন দলের সঙ্গে সেরা ৬ রানার্সআপ দলও চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাবে। সেখানে বাংলাদেশ যদি আজ ড্র করতে পারে তাহলে তাদের সেই সম্ভাবনা থাকবে।
ইয়েমেন শক্তিশালী প্রতিপক্ষ হওয়ার পরও বাংলাদেশের কোচ পল স্মলি তাদের হারানোর কথাই ভাবছেন। তিনি বলেন, 'ইয়েমেন খুবই শক্তিশালী দল। অভিজ্ঞতায়ও তারা অনেক এগিয়ে। আমাদের ছেলেরাও অনেক পরিশ্রম করে নিজেদের এই পর্যায়ে নিয়ে এসেছে। আশা করি তারা ভালো করবে।
এমপি/এসএন