ভুটানের বিপক্ষে গোল চায় বাংলাদেশ
ফুটবল গোলের খেলা। জিততে হলে গোল করতেই হবে। কিন্তু গোল না করেও কি জেতা সম্ভব? কখনো কখনো এরকম ঘটনা কিন্তু ঘটেই থাকে। এই যেমন অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ ফুটবলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয়।
ম্যাচে বাংলাদেশ কোনো গোল না করেই ২-১ গোলে জয়ী হয়েছিল। তার মানে তিনটি গোলই সিঙ্গাপুরের। যার দুটি ছিল আত্মঘাতী। এই আত্মঘাতী গোলের সুবাদে বাংলাদেশ ২-১ গোলে ম্যাচ জিতেছিল। জয় সূচক আত্মঘাতী গোলটি ছিল আবার খেলার যোগ করা ৮ মিনিটের সপ্তম মিনিটে।
সব ম্যাচেই তো আর এরকম আত্মঘাতী গোল উপহার পাওয়া যাবে না। জিততে হলে গোল করতেই হবে। আর সেই গোল করাটা আজ ভুটানের বিপক্ষেই করতে চায় বাংলাদেশের ফুটবলাররা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। ভুটান প্রথম ম্যাচে ৮-০ শূন্য গোলের বড় ব্যবধানে হেরেছিল ইয়েমেনের কাছে।
চূড়ান্ত পর্বের টিকেট পেতে হলে বাংলাদেশ দলের জন্য আজকের ম্যাচে জয় পাওয়াটা খুবই জরুরি। ভুটান প্রথম ম্যাচে ইয়েমেন এর কাছে বড় ব্যবধানে হারলেও আজকের ম্যাচে তাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। কারণ তারা বাংলাদেশে এসেছে অনেক আগে। এখানে আসার পর বিকেএসপিতে করেছে তিন সপ্তাহ টানা অনুশীলন। তবে তারা যতই বাংলাদেশে এসে অনুশীলন করুক না কেন, তাদের জালে বল প্রবেশ করানোর জন্য প্রস্তুত হয়ে আছেন ইমরান-মিরাজুলরা।
এমপি/আরএ/