লেভান্ডভস্কির গোলে লা লিগার শীর্ষে বার্সা
দুই মূল ডিফেন্ডার রোনাল্ড আরাউহো, জুলস কুন্দে ছাড়াও চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন মেম্ফিস ডিপাই, ফ্রেঙ্কি ডি ইয়ং ও হেক্টর বেয়েরিন। দলের যখন এমন দৃশ্য তখনই দলকে জয়ের স্বাদ এনে দিল রবার্ট লেভান্ডভস্কি। তার একমাত্র গোলে জিতল বার্সেলোনা।
গতকাল শনিবার (১ অক্টোবর) রাতে মায়োর্কার বিপক্ষে মাঠে নামা বার্সেলোনা প্রথম দিকে বেশ চাপেই ছিল। তবে সেই চাপ দূর করে ২০তম মিনিটে এগিয়ে যায় দলটি। আর এ কাজটি সারেন রবার্ট লেভান্ডভস্কি। আনসু ফাতির পাস থেকে প্রতিপক্ষের বিপৎসীমায় গিয়ে দারুণ এক বাঁকানো শট গোল করে বসেন তিনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাভি হার্নান্দেজের শিষ্যরা।
বাকী সময়ে আর কোনো গোল না হলে সেই একমাত্র গোলেই মায়োর্কাকে হারিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
সাত ম্যাচে এই ছয় জয়ের ফলে লা লিগার শীর্ষে উঠে এসেছে দলটি। তবে তা ক্ষণিকের জন্য হতে পারে। কারণ আজ রাতে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচের ৬টিতেই জেতা রিয়াল যদি আজও জিতে তাহলে শীর্ষস্থান আবারও কেড়ে নেবে স্প্যানিশ ও ইউরোপীয় ফুটবলের এই সফলতম দলটি।
এসআইএইচ