কুষ্টিয়ার মেয়ে সাফজয়ী নীলাকে দেওয়া হলো সংবর্ধনা
কুষ্টিয়ায় সাফ ফুটবল শিরোপা জয়ী নারী ফুটবলার নিলুফার ইয়াসমিন নীলাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১ অক্টোবর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুপুর ১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। গত ১৯ সেপ্টেম্বর ২০২২ নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জয়ের পর প্রথমবারের মতো কুষ্টিয়ায়তে আসলেন সাফ জয়ী নিলুফা ইয়াসমিন নীলা। দেশের এই কৃতি ফুটবলারকে বরন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনসহ অংশ নেন সর্বস্তরের সাধারণ মানুষ এসময় তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে আজ বেলা ১২টায় কুমারখালী উপজেলার সৈয়দ মাসুদ রুমী সেতু থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে বরন করে নেওয়া হয়। পরে ফুল দিয়ে সজ্জিত খোলা পিকআপে করে ব্যান্ডপার্টির বাদ্যের বাজনা বাজিয়ে লালন মাজার সড়ক ও বড় বাজার হয়ে এন এস রোড দিয়ে শিল্পকলা একাডেমিতে নেওয়া হয় নিলুফা ইয়াসমিন নীলাকে এ সময় কুষ্টিয়া জেলাবাসী সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার খাইরুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী উপস্থিত ছিলেন।
নানা প্রতিকূলতা অতিক্রম করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা বিজয়ী দলের খেলোয়াড় নিলুফার ইয়াসমিন নীলা এখন কুষ্টিয়াবাসীর গর্ব ও অহংকার। ক্রীড়াঙ্গনে সাফল্য দেখানো অন্যান্যদের তালিকায় নারী খেলোয়াড় নিলুফার ইয়াসমিন নীলার সাফল্য অর্জনের পাশাপাশি তিনি মুখ উজ্জ্বল করেছেন কুষ্টিয়াবাসীর। কুষ্টিয়ার মাটিতে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এবং সামাজিক কুসংস্কার-প্রতিবন্ধকতা ডিঙিয়ে লেখাপড়ার পাশাপাশি ফুটবলে তিনি এখন সফল নারী খেলোয়াড় হিসেবে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছেন। সাহসী এই ফুটবলারের সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছেন এলাকাবাসী ও নিলাফা ইয়াসমিন নীলার পরিবার।
প্রসঙ্গত: নিলুফা ইয়াসমিন নীলার ছোট বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার নানী ও মামার বাড়িতে আশ্রয়নেন নিলুফার মা। সমাজের কুসংস্কার ও কটুকথা শুনেও মেয়েকে খেলোয়াড় হিসেবে গড়ে তোলেন নিলুফার মা বাছিরন আক্তার শাম্মী। নানী ও মামার আশ্রয়ে নানী বাড়িতেই বড় হন নিলুফা ইয়াসমিন নীলা তার মা ও ছোটবোন সুরভী আক্তার।
পরবর্তীতে ২০১৮ সালে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ১০ লাখ টাকা দিয়ে কুষ্টিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া পালপাড়া সবজি ফার্ম এলাকায় জমি কিনে বাড়ি করেন। নিলুফা ইয়াসমিন নীলা কুষ্টিয়া শহরের চাঁদ সুলতানা স্কুল থেকে ২০১৮ সালে এসএসসি পাস করেন। এরপর ২০২১ সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে থেকে এইচএসসি পাস করেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি বছরে ভর্তি হয়েছেন।
এএজেড