প্রধানমন্ত্রীর কথা শুনে প্রেমে পড়ে যান সাবিনা
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মতো ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী বিশ্বে বিরল। বাংলাদেশের ক্রীড়াবিদরা এক্ষেত্রে খুবই ভাগ্যবান। যখনই ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নিজ বাসভবন বা কার্যালয়ে ডেকে নিয়ে সংবর্ধনা দিয়ে থাকেন। পুরস্কৃত করে থাকেন। এটা ক্রীড়াবিদদের জন্য অনেক বড় একটা পাওয়া।
এবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা ভাসছেন আনন্দের জোয়ারে। দেওয়া হচ্ছে একের পর এক সংবর্ধনা আর উপহার। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা এখনো আসেনি তিনি দেশে না থাকায়। প্রধানমন্ত্রীর কাছে সাবিনা কোনো চাওয়াও নেই। ক্রীড়াবান্ধব হওয়ায় প্রধানমন্ত্রীই জানেন তাদের কী দিতে হবে।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকাপ্রকাশের কার্যালয়ে এক আড্ডায় এসে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা বলেন, ‘বরাবরই উনি (প্রধানমন্ত্রী) মেয়েদের ভালোবাসেন। উনার কাছে কিছু চাওয়া লাগে না। ভালো করার সঙ্গে সঙ্গে উনি মেয়েদের ডেকে নিয়ে যান উনার বাসভবনে। আমার মনে হয় উনি ভালোই জানেন মেয়েদের কী লাগবে।’
আজ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। আড্ডায় সাবিনা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।’
সাবিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আদর্শ মনে করেন। তিনি বলেন, ‘উনাকে আমার আইডল মনে করি। যতবার উনার সঙ্গে মিট করতে গিয়েছি, উনার কথা শুনে আমি প্রেম পড়ে যাই। এ রকম একটা অবস্থা। আমি সব সময় বলি আমরা খুবই লাকি উনার মতো একজন প্রধানমন্ত্রী আমাদের আছেন। আমি যখন দেশের বাইরে যাই, বিশেষ করে মালদ্বীপ খেলতে যাই লাস্ট টাইম, মালদ্বীপ থেকে আমি ব্যাক করার দুই দিন পর উনি গিয়েছিলেন। মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী বলেছিলেন তোমাদের প্রাইম মিনিস্টার আসবেন। আমি বলব তোমাদের কথা। তো ভালো লাগে শুনতে, যখন দেশের মানুষের কথা বাইরের দেশের মানুষ প্রশংসা করে।’
এমপি/এসএন