নেপাল নেপাল শুনে মারিয়া-মনিকা কান্নাও করে দিয়েছিল!
সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আগের ৫ আসরে একবার মাত্র ফাইনাল খেলেছিল। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়িতে হেরেছিল ৩-১ গোলে। বাকি চার আসরই ভারত-নেপাল নিজেদের করে নিয়েছিল। প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও সেরকম কোনো লক্ষ্য নিয়ে যায়নি। পরিকল্পনা ছিল ম্যাচ বাই ম্যাচ। এ পরিকল্পনায় সফল হয়ে পৌঁছে যায় ফাইনালে। প্রতিপক্ষ ছিল নেপাল। নেপাল ফুটবল এখনো এক নম্বর জনপ্রিয় খেলা। ফাইনাল দেখতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। ‘নেপাল নেপাল’ বলে দর্শকদের গগনবিদারী আওয়াজ। এমন জনস্রোতে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল থেকে মাত্রই জাতীয় দলে যাওয়া ফুটবলাররা অনেকটাই ভড়কে গিয়েছিলেন। খেলা শুরুর আগে তাদের কেউ কেউ এই শব্দ তরঙ্গের স্রোতে কান্নায়ও করে দিয়েছিলেন বলে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকাপ্রকাশের কার্যালয়ে এক আড্ডায় তিনি ফাইনালের সেই মুহূর্তের বর্ণনা করে বলেন, ‘ফাইনাল ম্যাচে ১৬ হাজার দর্শক নেপাল নেপাল করছে। এটা আমাদের জন্য একটা চাপ। এটা কিন্তু ছোট কোনো বিষয় না। সহজ ব্যাপার না। আমার মনে আছে ফাইনাল খেলা যখন শুরু হবে, তখন নেপাল নেপাল শুনে মারিয়া-মনিকা কান্নাও করে দিয়েছিল। তখন মনে হয়েছে যে একটা কিছু হবে।’
এমপি/এসএন