সেই রঙ্গশালাতেই নেপালের সামনে এবার জামাল ভুইয়ারা
নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে আছে। এইতো ১৯ সেপ্টেম্বর এই স্টেডিয়ামে বাংলার মেয়েরা ইতিহাস সৃষ্টি করে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের রানী হওয়ার গৌরব অর্জন করে। সেই চ্যাম্পিয়ন হওয়ার রেশ এখনো বহমান বাংলার জমিনে। চলছে সংবর্ধনার পর সংবর্ধনা। সেই রঙ্গশালাতেই ৮ দিনের ব্যবধানে আজ মঙ্গলবার আবার এই দুই দেশই মুখোমুখি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। তবে এবার মেয়েরা নয়, ছেলেরা। পরস্পরের বিপক্ষে খেলবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৫ টা ৪৫ মিনিটে।
মেয়েরা নেপালের বিপক্ষে সাফের ফাইনালের আগে কখনো জিততে পারেনি। নেপালকে হারানোর জন্য তারা ফাইনালকেই বেছে নেয়। মেয়েদের মতো ছেলেদের অবস্থা ততোটা খারাপ নয়। জয় আছে। তবে ইদানিং হারের পাল্লাই ভারী। ২০২১ সালে দুই দল দুইবার মুখোমুখি হয়েছিল। একবার ২-১ গোলে হেরেছিল। পরেরবার ড্র করেছিল ১-১ গোলে। এবার সেখানে জয়ের তিলক পড়তে চান জামাল ভুইয়ারা। এই জয় পেতে তারা অনুপ্রেরণা পাচ্ছে মেয়েদের সাফল্য। সঙ্গে আছে নিজেদের আত্মবিশ্বাসও। এই আত্মবিশ্বাসের জ্বালানি তারা পেয়েছেন ফিফা ফ্রেন্ডলির প্রথম ম্যাচে কম্বোডিয়াকে তাদের মাটিতে ১-০ গোলে হারিয়ে।
অধিনায়ক জামাল ভুইয়া বলেন, ‘আমাদের নারী ফুটবল দল এই মাঠে কয়েকদিন আগে ইতিহাস গড়ে গেছে। তার পুনরাবৃত্তি ঘটাতে আমরা আশাবাদী। আমরা জিততে চাই।’
ফিফা ফ্রেন্ডলি দুইটি ম্যাচকে সামনে রেখে কোজ হ্যাবিয়ার কাবরেরার অধীনে বাংলাদেশ দল ২২ দিন অনুশীলন করেছে। জামাল ভুইয়া বলেন, ‘আমরা একসঙ্গে রয়েছি প্রায় এক মাস । কম্বোডিয়ার বিপক্ষে জয় পেয়েছি। নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের সবার মাঝে অনেক বেশি আত্মবিশ্বাস আছে। আমরা প্রস্তুত।’
তিনি বলেন, ‘আমরা জানি যে এটি নেপালের নিজেদের মাঠ। এ কারণে স্বাগতিকদের নিয়ে আমরা সাবধান আছি। তাদেরকে শ্রদ্ধা করছি। তবে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই ।’
জামাল ভুইয়া জানান, নেপালের বিপক্ষে আগের ফলাফল নিয়ে ম মোটেই ভাবছেন না। সেটা ভুলে তারা নতুন করে ভাবছেন এই ম্যাচ নিয়ে।
এমপি/এসআইএইচ