কলসিন্দুরের ৮ ফুটবলারের প্রত্যেককে ৫০ হাজার টাকা প্রদান
ফুটবলে দক্ষিণ এশিয়া জয়ের আনন্দে ভাসছে সারাদেশ। সেই জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফুটবল কন্যাদের গ্রাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরে।
সাফ চ্যাম্পিয়নের ফাইনালে যে একাদশ মাঠে খেলেছে, তার মধ্যে ৮ জনই কলসিন্দুররের মেয়ে। কলসিন্দুর গ্রামে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা।
ফুটবল কন্যাদের পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ও তাদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানাতে ময়মনসিংহ জেলা প্রশাসন ছুটে যায় কলসিন্দুরে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফুটবল কন্যাদের স্মৃতি বিজড়িত কলসিন্দুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ফাইনালের স্কোয়ার্ডে থাকা আটজন খেলোয়াড়ের প্রত্যেকের অভিভাবকের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়াও ফুটবলারদের মা-বাবাকে মিষ্টিমুখ করান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, ধোবাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাতেমা জান্নাত, ভাইস চেয়ারম্যান আবুল ফজলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এসএন