ছাদখোলা বাসে আহত হয়ে ঋতুপর্নার কপালে ৩ সেলাই
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওয়ানা দেওয়ার পর সাধারণ মানুষের ভিড় বাড়তেই থাকে। লোকে লোকারণ্য। কয়েকশ মোটরসাইকেল মেয়েদের বহনকারী বাসকে অনুসরণ করে। সাফ জয়ী মেয়েদের নিয়ে ছাদখোলা বাস তখন বনানী ফ্লাইওভার অতিক্রম করছিল। হঠাৎ বাসটি থেমে যায় সেখানে। এভাবে যাত্রা পথে আরও বেশ কয়েক জায়গায় থেমেছে। এই থামার কারণ ছিল জনতার ভিড়। তারা বাসের সামনে এসে দাঁড়িয়ে পড়েন। অনেকেই সেরকমটি মনে করেছিলেন। কিন্তু এবার সে কারণ ছিল না। বাফুফের মিডিয়া ম্যানেজারে খালেদ মাহমুদ নওমিকে দেখা যায় সবাইকে সামনে এগিয়ে যেতে বলছেন। রাস্তার একটা পাশ ক্লিয়ার করে দেওয়ার জন্য। তিনি রাস্তা ক্লিয়ার করলেও এক সঙ্গেই যাওয়ার কথা বলেন।
একটু পরে জানান একটা অ্যাম্বুলেন্স আসতে দেন। তখন অনেকেই মনে করেছিলেন কোনো রুগিকে বহনকারী হবে। কিন্তু অ্যাম্বুলেন্সটি ছাদখোলা বাসের গেইটের সামনে এসে থেমে যায়। একটু পরই দেখা যায় গাড়ি থেকে কয়েকজন ফুটবলার নেমে অ্যাম্বুলেন্সে উঠে পড়েছেন। পরে জানা যায় এই কয়েকজনের মাঝে একজন হলেন মধ্যমাঠের ঋতুপর্না চাকমা। প্রথমে ভাবা হয়েছিল অসুস্থ হয়েছে। পরে জানা যায় তিনি আহত হয়েছেন। বাসের কোনো কিছু লেগে তার কপাল কেটে যায়। বাসে সবাই উল্লাস করছিলেন। সাবধানতা ছিল না। যে কারণে এ রকম ঘটে থাকতে পারে। পরে ঋতুপর্নাকে পাশেই সিএমএইচে নিয়ে যাওয়া। সেখানে নেওয়ার পর তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে। তবে অবস্থা গুরুত্বর নয়। সেলাই দেওয়ার পর ঋতুপর্না সেই অ্যাম্বুলেন্সে করেই বাফুফে ভবনের পথে রওয়ানা হন বলে জানা গেছে।
এমপি/এসএন