‘এ শিরোপা বাংলাদেশের সব মানুষের জন্য’
সাফ শিরোপা বাংলাদেশের মানুষকে উৎসর্গ করা হয়েছে। বুধবার (২১ সেপ্টম্বর) দুপুরে দক্ষিণ এশিয়া বিজয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ দল।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন সংবাদমাধ্যমকে এ কথা জানান।
সাবিনা বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের মেয়েদের ও ফুটবলারদের যে আপনারা এত ভালোবাসেন সে জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন। এ শিরোপা বাংলাদেশের সব মানুষের জন্য।’
তিনি বলেন, ‘সাফ জয়ের পর থেমে থাকতে চায় না বাংলাদেশ দল। সামনের বছর সাফ গেমস সাফল্যসহ এশিয়া পর্যায়ের সাফল্যের দিকে নজর এখন আমাদের।’
বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আমরা সাফল্য পেয়েছি। এখন আমাদের লক্ষ্য কীভাবে আরও সামনে যাওয়া যায়।’
সাবিনা জানান, সাফের এ সাফল্য সহজে আসেনি। গত এক দশকের পরিশ্রমের ফল এ শিরোপা। দীর্ঘদিন ধরে দলকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য অধিনায়ক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি যোগ করেন, ‘সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যার, নারী উইংয়ের প্রধান কিরণ আপাসহ সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছেন।’
তাদের সহযোগিতায় ২০১২ সাল থেকে ফুটবলটা ভালোভাবে চলছে। শেষ চার-পাঁচ বছরে যদি মেয়েদের সাফল্য দেখেন ও পরিশ্রম দেখেন এ শিরোপা সেটার ফল। আমরা সবার প্রতি কৃতজ্ঞ, যোগ করেন তিনি।
এমএমএ/