দেশকে রক্ষায় প্রাণ দিলেন ইউক্রেইনের ২ ফুটবলার
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণার পর স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। এখন পর্যন্ত রুশ হামলায় দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। এমন অবস্থায় দেশকে রক্ষায় যুদ্ধে অংশ নিয়েছেন দেশটির বেশ কয়েকজন অ্যাথলেট। তাদের মতো হাতে অস্ত্রও তুলে নিয়েছিলেন ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিয়েঙ্কো। তবে এই যুদ্ধে প্রাণ দিতে হলো এই দুই ফুটবলারকে।
গণমাধ্যমে সাপিলো ও মার্তিয়েঙ্কোর মৃত্যুর খবর আসার পর গত মঙ্গলবার (১ মার্চ ) এক পোষ্টে সমবেদনা জানায় ফিফপ্রো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া ওই পোষ্টে বলা হয়, ‘ফুটবলারদের মধ্যে এই যুদ্ধে খবরে আসা প্রথম প্রাণ হারানো তরুণ ইউক্রেইনিয়ান ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিয়েঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা । দুজনের আত্মা শান্তিতে থাকুক।’
নিহত সাপিলো (২১) ইউক্রেইনের ক্লাব কার্পাতি লাভিভের যুব দলে খেলতেন। আর এফসি গস্তোমেলের হয়ে খেলতেন মার্তিয়েঙ্কো (২৫)।
এসআইএইচ