টি-টোয়েন্টি দলে সোহান
ফাইল ফটো
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে দলে নেওয়া হয়েছে।
রাতে সাড়ে ১০টায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুল হাসান সোহানকে দলে নেওয়ার কথা জানায়। তবে কেন তাকে দলে নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ ছিল না।
এ ব্যাপারে নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন ঢাকাপ্রকাশকে বলেন, ‘মুশফিককে নিয়ে কিছুটা সংশয় আছে। যদি শেষ মুহূর্তে সে খেলার জন্য পুরোপুরি ফিট না হয়ে উঠে সে জন্য আগে থেকেই সোহানকে নিয়ে রাখা হয়েছে।’
সোহানকে দলে নেওয়া হলেও সে সেরা একাদশে খেলবে কি না এ ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না জানিয়ে বলেন, ‘এটি টিম ম্যানেজমেন্টের বিষয়। তারাই সিদ্ধান্ত নেবেন সোহানকে খেলাবেন কি না।’
দলে উইকেটকিপার হিসেবে লিটন দাস আছেন। তাই দলে ডাক পেলেও সোহানের সেরা একাদশে খেলা নিয়ে সংশয় আছে। হাবিবুল বাশার সুমন বলেন, ‘লিটন কিপিং করলে সোহানের খেলা হবে না। সোহান খেললে সে-ই কিপিং করবে।’
উল্লেখ্য, আজ অনুশীলনে মুশফিকুর রহিম ইনজুরিতে পড়লে তার খেলা নিয়ে সংশয় দেখা দেয়। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে মুশফিকের জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। শেষ পর্যন্ত মুশফিকের খেলা সম্ভব না হলে আগে থেকেই সতর্কতা হিসেবে সোহানকে দলভুক্ত করা হয়েছে।
এমপি/এসএ/