মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ
জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের হার
প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ মাঠে নামার আগে বাংলাদেশের মেয়েদের প্রস্তুতিটা ভাল হয়নি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০৯ রানের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে পাকিস্তানের কাছে। তবে এবার আর বড় ব্যবধানে নয়। লড়াই করে জয়ের সম্ভাবনা জাগিয়ে বৃষ্টি আইনে হেরেছে ৭ রানে। নিউ জিল্যিান্ডের লিঙ্কনে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪২ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান করে। এরপর বৃষ্টি আসলে পরে আর ব্যাট করা সম্ভব হয়নি। পরে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে টার্গেট দেয়া হয় ২০২ রান। তিনে নামা ফারজানা হকের ৭১ রানে ভর করে জয়ের সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশ ৪ বল বাকি থাকতে অলআউট হয় ১৯৪ রানে। বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ। বাংলাদেশের মিশন শুরু হবে ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।
রিতু মনি ( ৩/৩৫), ফারিহা তৃষ্ণার ( ৩/৪০) দাপুটে বোলিংয়ের সঙ্গে সুরাইয়া আজমিন ( ৬-২-২৩-০), লতা মন্ডল ( ৪-০-১৯-০) সালমা খাতুনের ( ৭-০-৩২-০) নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। শুরুটাও ভালো হয়নি। ৩৫ রানে হারায় তিন উইকেট। আলিয়া রিয়াজের অপরাজিত ৪৫, জাভেরিয়া খানের ২, অধিনায়ক বিসমাহ মারুফের ৩২, ফাতিমা সানার ২৯ রানে পাকিস্তান ৭ উইকেটে ১৯৯ রান করে। রিতু মনি ৯ ওভারে ৩৫ ফারিহা তৃষ্ণা ৮ ওভারে ৪০ রানে নেন ৩টি করে উইকেট। নাহিদা আক্তার ৫ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৯ রানে হারায় দুই ওপেনারকে। শামীমা সুলতানা ১৮ ও শারমিন আক্তার ১০ রান করে আউট হন।নিগার সুলতানাকে নিয়ে ৪২ ও রুমানা আহমেদকে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে দলকে জয়ের পথেই রাখেন। কিন্তু এরপর আর কেউ সেভাবে ফারজানাকে সঙ্গ দিতে পারেননি। তারপরও এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ৩২.১ ওভারে ১৪৩ রান। এ সময় জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ উইকেটে ৫৯ বলে ৫৯ রানের। উইকেটে তখনো ছিলেন দারুন খেলতে থাকা ফারজানা। কিন্তু সালমা খাতুন (১) ও রতিু মনি (১৩) দ্রুত ফিরে যাওয়ার পর ফারজানাও ৭১রানে আউট হয়ে গেলে বাংলাদেশের জয় কঠিন হয়ে পড়ে। কারণ তখন ড্রেসিং রুমে আর প্রতিষ্ঠিত কোনো ব্যাটসম্যান ছিলেন না। হাতে ২ উইকেট নিয়ে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ বলে ৩১ রানের। কিন্তু ৫ বল বাকি থাকতেই বাংলাদেশ অলআউট হয়ে যায়। ফারজানা ৯৫ বলে ৬ চারে ৭১ রান করে ফাতিমা সানার বলে তারই হাতে ক্যাচ দেন। ফাতিমা সানা ৪৭ রানে নেন ৪ উইকটে। নাসরা সান্দু ৩ উইকেট নিতে থরচ করেন ২২ রান। ১টি করে উইকেট নেন আইমান আনোয়ার ও গোলাম ফাতিমা।
এমপি/এএস