নিউ জিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল
প্রায় ৩০ ঘণ্টা ভ্রমণ শেষে নিউ জিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময় শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে পৌঁছেছেন তারা।
নিউ জিল্যান্ড পৌঁছাতে তাদের তিন দফা বিমান পরিবর্তন করতে হয়েছে। ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার ৮ ঘণ্টা পর বাংলাদেশ দল নিউ জিল্যান্ডর উদ্দেশে বিমান চড়ে। পরে দুবাই, অকল্যান্ড হয়ে তারা ক্রাইস্টচার্চে পৌঁছে।
সেখানে মুমিনুল, মুশফিক,তাসকিনরা সাতদিনের কোয়ারেনটিনে থাকবেন। কোয়ারেনটিন শেষে সবার কোভিড টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে এরপর তারা অনুশীলন শুরু করবেন। ১ জানুয়ারি প্রথম টেস্ট খেলার আগে দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
সিরিজের দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি। বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে কোয়ারেনটিনে থাকলেও এখান থেকে চলে যেতে হবে প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে। সেখান থেকে তাদের আবার আসতে হবে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলতে। চলতি বছর নিউ জিল্যান্ডে বাংলাদেশের এটি দ্বিতীয় সফর। মার্চে তারা গিয়েছিলেন তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সবগুলোতেই হেরেছিলেন তারা। নিউ জিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে কোনো ফরম্যাটেই কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।
এমপি/এসএন