জয়ের আশা নিয়ে মাঠে নামবেন মাহমুদউল্লাহ
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। সব সময় ফেভারিট থাকে আফগানিস্তানই। মুখোমুখি সাক্ষাতয়ে এগিয়ে তারাই। ছয় বারের দেখাকে আফগানিস্তানের জয়ের পাল্লা অনেক ভারী। জিতেছে চারবার। যার মাঝে আবার একমাত্র সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশও করেছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জয় দিয়ে সিরিজ শুরু করার ইচ্ছা অন্তরে লালন করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে দলে তার অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে মেজাজ কিছুটা হারিয়েও ফেলেন দল নেতা। এ রকম মেজাজ তিনি হারিয়েছিলেন ফিল্ডিংয়ে তার মান নিয়ে প্রশ্ন তুলাতেও। বুধবার (২ মার্চ) মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তার বলা কথার উল্লেখযোগ্য অংশ ঢাকা প্রকাশের পাঠকেদের জন্য তুলে ধরা হলো:
প্রশ্ন: সিরিজ জয়ের ব্যাপারে কতোটা আশাবাদী?
মাহমুদউল্লাহ: ‘আশা তো অবশ্যই জেতার। আমি সবসময় বলি, টি-টোয়েন্টি ফরম্যাট এমন একটা ফরম্যাট যেকোনো দিন যেকোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা কালকের ম্যাচটা ফোকাস করছি। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, আপনি এক নম্বর দলের বিপক্ষে খেলুন আর ১০-১২ নম্বর দলের সঙ্গে খেলুন, একটি পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ওয়ানডে ও টেস্টে কামব্যাক করার সময় পাওয়া যায়। টি-টোয়েন্টিতে যায় না, যা করার সঙ্গে সঙ্গেই করতে হবে।
প্রশ্ন: বিপিএলে মাতানো মুনিম শাহরিয়ারের অভিষেকের সম্ভাবনা কতোটুকু:
মাহমুদউল্লাহ: মুনিমের ভালো সুযোগ আছে কালকে। এখন নির্দিষ্ট করে বলতে পারব না। আমরা উইকেটটা আজ দেখলাম। আমরা পরিকল্পনা করব আমাদের ব্যাটিং অর্ডারটা আমরা কীভাবে সাজাতেই চাই। শুধু টপ অর্ডার নিয়ে পরিকল্পনা করলেই হবে না। গোটা ব্যাটিং ইউনিট আমাদের ভালো করতে হবে।
প্রশ্ন: আপনার নিজের ব্যাটিং আর ফিল্ডিং নিয়ে কী বলবেন?
মাহমুদউল্লাহ: ইনশাআল্লাহ্ আমি কাল প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব ফিল্ডিং যেন ভালো থাকে। হয়তো ও রকম ভালো ফিল্ডিং করতে পারিনি। চেষ্টা করব ফিল্ডিংয়ের মাধ্যমে দলে অবদান রাখতে।
প্রশ্ন: সামনে তো টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজের একাদশ কী তারই প্রস্তুতি হিসেবে দেখা যাবে?
মাহমুদউল্লাহ: (একাদশ) ঘোষণা করার বিষয়টা আমার হাতে নেই। এটা সম্পূর্ণ বোর্ড বা ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। অধিনায়ক হিসেবে আমার যতটুকু কাজ সেটা পুরোপুরি করার চেষ্টা করব। সৎ ভাবে করার চেষ্টা করব। বিশ্বকাপ এখনও অনেক দূর, ৫-৬ মাস বাকি আছে। সামনে যেসব ম্যাচ আছে এখানে বিল্ড আপ করা প্রয়োজন আমরা কী ধরনের ক্রিকেট খেলতে চাই। হয়তো সফল হতেও পারি, নাও হতে পারি। তবে মানসিকতা যেন সব সময় একই রকম থাকে এটাই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: তামিম বিপিএলে খুবই ভালো খেলেছে? তাকে কী এই সিরিজে মিস করবেন কতোটুকু?
মাহমুদউল্লাহ: তামিম বিপিএলে দারুণ মৌসুম কাটিয়েছে। সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। খুবই ভালো ক্রিকেট খেলেছে, অসাধারণ ব্যাটিং করেছে। ওর সিদ্ধান্তটা ব্যক্তিগত। আমাদের উচিত তার সিদ্ধান্তকে সম্মান জানানো।
প্রশ্ন: নাঈমতো বিপিএলে মোটেই ভালো করতে পারেনি। এমনকি নিজের ওপেনিং পজিশনেও ব্যাটিং করতে পারেনি। এটা কী চিন্তার বিষয় ?
মাহমুদউল্লাহ: গত বছর ও ((নাঈম) আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। বিপিএলে হয়তো সেভাবে ভালো ব্যাটিং করতে পারেনি যেভাবে আমরা চেয়েছিলাম। তবে আমার মনে হয় সে অনেক ভালো খেলোয়াড়, ইনশাআল্লাহ্ কামব্যাক করবে। সে এখনও ট্র্যাকে আছে।
প্রশ্ন: উইকেট কেমন হবে বলে মনে করছেন?
মাহমুদউল্লাহ: আশা করি ভালো স্পোর্টিং উইকেট হবে। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও সুবিধা পাবে। একটু সময় কাটানো গেলে ব্যাটাসম্যানরা ভালো সময় কাটাতে পারবে।
প্রশ্ন: গত বেশ কয়েকটি ম্যাচে আপনি রান পাননি। এমনকি সেভাবে বাউন্ডারিও মারতে পারেনি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলে আপনার অবস্থান নিয়ে আপনি সংশয়ে আছেন কি না?
মাহমুদউল্লাহ: প্রথমত আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে? না, আলহামদুলিল্লাহ্ আমার কোনো সংশয় নেই। আমার মনে হয় যে আমি রাইট ট্র্যাকে আছি। প্রভাবলি আই নিড টু হিট সাম গুড বল। ইনশাআল্লাহ্ আই উইল বি ব্যাক অন রাইট ট্র্যাক। কারণ হয়তো বা আমার কাছে টিমের চাহিদা ও রকম থাকে। এই ওয়ানডে ম্যাচগুলোতে হয়তো বা আমি ওভাবে ডেলিভার করতে পারিনি। আমি চেষ্টা করব। আমার যে এক্সপেকটেশন দলের প্রতি, আমি চেষ্টা করব ফুলফিল করার।
এমপি/এসআইএইচ