দুই আবাহনীর লড়াইয়ে চট্টগ্রামের জয়
বন্দর নগরির ক্লাবের কাছে হেরে গেছে রাজধানীর ক্লাব। দুই আবাহনীর লড়াইয়ে জয় পেয়েছে চট্টগ্রামের দলটি। মঙ্গলবার (১ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ৩-২ গোলে হারিয়েছে ঢাকা আবাহনীকে। এই ফলাফলে লিগ টেবিলের শীর্ষ স্থান হারাল চলতি মৌসুমে ডাবল জয়ী আবাহনী লিমিটেড। ৬ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এর আগে পঞ্চম রাউন্ড পর্যন্ত শীর্ষে ছিল আবাহনী। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১২ পয়েন্ট নিয়ে চারে। তিনে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১২ পয়েন্ট নিয়ে তিনে।
দুই আবাহনীর লড়াইয়ে প্রথম গোল করেও শেষ পর্যন্ত হারতে হয়েছে আবাহনী লিমিটেডকে। চট্টগ্রাম আবাহনীর হয়ে পিটার থ্যাঙ্কগড, উইলিয়াম টিওয়ালা ও পোপালজাই এবং আবাহনী লিমিটেডের হয়ে কলিন্দ্রেস ওরাফায়েল গোল করেন।
প্রথমার্ধের ১৫ মিনিটে অফসাইড ফাঁদ ভেঙ্গে কলিন্দ্রেস দুরূহ কোণ থেকে নিখুঁত শটে গোল করেন। এই লিড মাত্র ৫ মিনিট ধরে রাখতে পেয়েছিল রাজধানীর ক্লাবটি। ২০ মিনিটে খেলায় সমতা ফিরে বন্দর নগরির ক্লাব। পোপালজাইয়ের কর্নার থেকে পিটার থ্যাঙ্কগড জালের সঙ্গে বন্ধুত্ব করে নেয় (১-১)। ৩৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ডি-বক্সে ঢুকে বুলেট গতির শটে গোল করে দলকে লিড এনে দেন উইলিয়াম টিওয়ালা। প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলেই এগিয়ে ছিল।
তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ঢাকার ক্লাবটি গোল পরিশোধের পরিবর্তে উল্টো আরেক গোল হজম করে আরো পিছিয়ে পড়ে। ৬৩ মিনিটে সোহেলের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে পোপালজাই গোল করে ব্যবধান বাড়িয়ে নেন ৩-১। ম্যাচের এ অবস্থায় ঢাকা আবাহনীর জন্য ফেরা কঠিন হয়ে পড়ে। তারপরও ৮৮ মিনিটে গোল পরিশোধ করে তারা শেষের উত্তেজনা সৃষ্টি করে। জুয়েল রানার ক্রস থেকে বুক দিয়ে বল রিসিভ করে দৃষ্টিনন্দন বাইসাইকেল শটে ব্যবধান ৩-২ করেন ব্রাজিলিয়ান রাফায়েল। কিন্তু উত্তেজনা দানা বাঁধার আগেই রেফারি খেলার শেষ বাঁশি বাজান।
এমপি/এসআইএইচ