১০০ টাকায় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট

বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের টিকিট ১০০ টাকায় পাওয়া যাবে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটিই সর্বনিম্ন মূল্য। এই মূল্যে টিকিট কিনে খেলা দেখা যাবে ইস্টার্ন গ্যালারিতে। এ ছাড়াও টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০, ৩০০, ৫০০ ও ১০০০ টাকা।
১৫০ টাকায় পাওয়া যাবে নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজ টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। সবচেয়ে দামি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা।
করোনার বিধি নিষেধ উঠে যাওয়াতে পুরো স্টেডিয়ামের ধারণক্ষমতার টিকিটি ছাড়া হবে। খেলার আগের দিন ও খেলার দিন টিকিট বিক্রি করা হবে মিরপুর শহীদ সোহারাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দুই ম্যাচের সিরিজ শুরু হবে ৩ মার্চ। দ্বিতীয় ম্যাচ ৫ মার্চ। দুই দেশ এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে। দুই দেশের মুখোমুখি সাক্ষাৎয়ে এগিয়ে আবার আফগানিস্তান। তারা জয়ী হয়েছে চারটিতে। বাংলাদেশের জয় দুইটিতে। বাংলাদেশ জয়ী হয়েছে প্রথম ও শেষ ম্যাচে যথাক্রমে ৯ ও ৪ উইকেটে। মাঝে খেলা চারটি ম্যাচে আফগানিস্তান জয়ী হয়েছে ৪৫ রান, ৬ উইকেট, ১ রান ও ২৫ রানে। এর মাঝে ২০১৮ সালে ৩ ম্যাচের এক সিরিজে আফগানিস্তান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল।
এমপি/এসআইএইচ
