মেসি-এমবাপের রসায়নে পিএসজির জয়

সেন্ট এতিয়েনকে হারিয়ে ঘুরে দাঁড়াল পিএসজি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ পার্ক দ্যা প্রিন্সেসে প্রতিপক্ষকে ৩-১ গোলে পরাজিত করে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা। আগের ম্যাচে নঁতের কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা।
এদিন পিছিয়ে থেকে খেলা শুরু করে পিএসজি। কারণ প্রথমার্ধের ১৬ মিনিটে দেনিস বাওয়াঙ্গার গোলে এগিয়ে যায় সেন্ট এতিয়েন। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফিরে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ৪২তম মিনিটে লিওনেল মেসির নিঁখুত পাস থেকে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান কিলিয়ান এমবাপ্পে।
বিরতির পর এমবাপ্পের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ৪৭তম মিনিটে মেসির পাস ধরে এতিয়েনের জালে বল পাঠান এই ফরাসি ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ১৪তম গোল। এর ঠিক পাঁচ মিনিট পরই দলের পক্ষে জয়সূচক গোল করেন পেরেইরা। এবার মেসির বদলে সতীর্থকে সহযোগিতা করেন এমবাপে। তার দারুণ ক্রস থেকে বল পেয়ে দারুণ হেডে গোল করেন পেরেইরা।
বাকি সময়টা আধিপত্য ধরে রাখলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির বার্সেলোনা।
এসআইএইচ
