রাশিয়া থেকে সরানো হলো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেন্ট পিটার্সবার্গ এর পরিবর্তে ফাইনাল হবে প্যারিসে। ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউয়েফা নির্বাহী কমিটি শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) একটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, ইউয়েফায় রাশিয়া এবং ইউক্রেনের যেসব ক্লাব বা দল অংশ নিচ্ছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের খেলাগুলো অন্য কোনো দেশের নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ফাইনালের স্থান পরিবর্তন হলেও ম্যাচের দিনক্ষণ ঠিক থাকছে। পূর্বনির্ধারিত ২৮ মে মাঠেই চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।
জরুরি পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ফ্রান্সে স্থানান্তরিত করার সুযোগ করে দেওয়ার জন্য ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদও জানিয়েছে উয়েফা। তবে শুধু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নয়, মার্চে রাশিয়াতে বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলার জন্যও আপত্তি জানানো হয় সুইডেন, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের এফএর থেকে। সেই নিয়ে কোনো কিছু জানানো না হলেও, উয়েফা জানিয়ে দেয় রাশিয়া এবং ইউক্রেনের ক্লাব তথা জাতীয় দলের কোনো ম্যাচ হলে, আপাতত তা নিরপেক্ষ কোনো স্থানেই খেলা হবে।
আরএ/
