আজ জিতলেই পয়েন্টের সেঞ্চুরি করে শীর্ষে উঠে সিরিজ হবে বাংলাদেশের

এক ম্যাচে বাংলাদেশের সামনে তিন অর্জন। এই তিন অর্জনকে এক সুতায় বাঁধতে হলে বাংলাদেশের চাই ‘জয়’। আর সে জন্য আজ দ্বিতীয় ওয়ানডেতে হারাতে হবে আফগানিস্তানকে। তাহলেই বাংলাদেশ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে পয়েন্ট পাওয়ার সেঞ্চুরি করবে। বাংলাদেশের পয়েন্ট হবে ১০০। ৯৫ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা ইংল্যান্ডকে পেছনে ফেলে উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। সেই সঙ্গে জিতে নেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল ৪ উইকেটে। আজকের ম্যাচ শুরু হবে বেলা ১১টায়। জিটিভি ও টি স্পোর্টস সরাসরি খেলা সম্প্রচার করবে।
আর্ন্তজাতিক ক্রিকেটে আফগানিস্তানের পথ চলা শুরু খুব বেশি দিনের নয়। কিন্তু এরই মাঝে তারা বাংলাদেশের জন্য রীতিমতো হুমকি হয়ে উঠেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের সঙ্গে পেরে উঠে না বাংলাদেশ। টেস্ট মযার্দা পাওয়ার আফগানিস্তান একটি মাত্র ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। সেখানেও তারা জিতেছে। কিন্তু ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে আবার পেরে উঠে না আফগানিস্তান। যদিও এখানে তারা আবার খুব পিছিয়ে নেই। সিরিজ শুরু হওয়ার আগে পিছিয়ে ছিল ৩-৫ ব্যবধানে। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ধরনের হুমকিই দিয়েছিল। যদিও তারা ম্যাচ হেরেছে ৪ উইকেটে। কিন্তু এই ম্যাচ বাংলাদেশের জেতার কথা ছিল না। আফগানিস্তানের করা ২১৫ রানের জবাব দিতে গিয়ে বাংলাদেশ ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বড় হারের মুখেই পড়েছিল। সেখান থেকে বাংলাদেশের জয় যেন ছিল আফগানিস্তানের মুখের খাবার কেড়ে নেওয়ার মতোই। সপ্তম উইকেট জুটিতে আফিফ হোসেন (অপরাজিত ৯৩) ও মেহেদি হাসান মিরাজের (অপরাজিত ৮১) অপরাজিত ১৭৪ রান বাংলাদেশের মান বাঁচানো জয় এনে দেয়। তাইতো আফগানিস্তানের বিপক্ষে এমন জয়েও সর্বত্র প্রশংসা ঝরেছে। কিন্তু কোচ রাসেল ডোমিঙ্গো সিরিজ জেতার লক্ষ্যে নামা ম্যাচে আরও উন্নতি করতে চান। টপ অর্ডারে রান না পাওয়া, ৪৫ রানে ৬ উইকেট হারানো, ১৩টি ওয়াইড বল দেওয়া, একটি ক্যাচ ফেলা- এ ঘটনা ডোমিঙ্গোর জন্য ভাবনার কারণ ছিল। তিনি চান এসব ক্ষেত্রে উন্নতি ঘটাতে।
প্রথম ম্যাচে দুই দলেরই পেসাররা আধিপত্য দেখিয়েছেন। উইকেট পড়েছিল ১৬টি। পেসাররাই নেন ১১টি। বাংলাদেশের পেসাররা নিয়েছিলেন ৭টি। আফগানিস্তানের ফজলহক ফারুকী একাই নিয়েছিলেন ৪টি। আজকের ম্যাচের উইকেট কেমন হবে বলতে গিয়ে কোচ ডোমিঙ্গো জানিয়েছিলেন, ‘চট্টগ্রামের উইকেট সব সময় ভালো হয়। প্রথম ম্যাচে আমরা দেখেছি স্পিনাররা খুব বেশি সুবিধা করতে পারেনি। বল খুব বেশি মুভমেন্ট করেনি। সোজা বল করতে হয়েছে। ব্যাটসম্যানদেরকেও সম্ভব হলে সোজা ব্যাটিং করতে হবে।’ বাংলাদেশের সেরা একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম বলেও জানিয়েছেন ডোমিঙ্গো।
এমপি/টিটি
