হার্ট অ্যাটাকে আক্রান্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্শ

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ। তার মার্শের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’।
‘দ্য অস্ট্রেলিয়ান’র খবরে আরো জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অস্ট্রেলিয়ার বুন্দাবার্গে একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন রড মার্শ। সেই অনুষ্ঠান থেকে হোটেলে ফেরার পথে গাড়িতেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি।
জাতীয় দলের হয়ে ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ৯৬টি টেস্ট ও ৯২টি ওয়ানডে খেলেছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার। ১৪ বছরের এই দীর্ঘ ক্যারিয়ারে টেস্টে ৩৬৩৩ রান করার পাশাপাশি ৩৪৩টি ক্যাচ নিয়েছেন তিনি। এ ছাড়াও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৫ মৌসুম খেলেছেন এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার।
তা ছাড়াও ক্রিকেট থেকে অবসর নেয়ার পর কোচ, ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন তিনি। এর পাশাপাশি ছিলেন অস্ট্রেলিয়া দলের জাতীয় নির্বাচকও।
এসআইএইচ
