সাকিবের মোনার্ক মার্ট আফগানিস্তানের টিম স্পন্সর

বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগানিস্তান দলের টিম স্পন্সর হয়েছে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
মোনার্ক হোল্ডিংসের একটি প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। এর যার চেয়ারম্যান সাকিব। এবারের সিরিজে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ান ডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ঢাকায় ৩ মার্চ শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ক্রিকেটার সাকিবের ব্যবসায়িক জগতে সর্বশেষ যোগ হলে এই ই-কমার্স প্রতিষ্ঠান। গত ২২ জানুয়ারি এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এর আগে তিনি একটি ব্যাংকের সঙ্গেও পরিচালক হিসেবে যুক্ত হয়েছিলেন।
আফগানিস্তানের টিম স্পন্সর হওয়ার আগে মোনার্ক মার্ট বিপিএলে সাকিবের নিজের দল ফরচুন বরিশালেরও স্পন্সর হয়েছিল। সেই দলে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলেছিলেন ক্রিস গেউল, মুজিব-উর-রহমান, ডুয়াইন ব্রাভো, লিনটট। মুলত বিপিএলে এই স্পন্সরের মাধ্যমেই মোনার্ক মার্ট সম্পর্কে সবাই প্রথম জানতে পারেন। এই সিরিজে আফগানিস্তানের টিম স্পন্সর হয়ে মোনার্ক মার্ট আরও ব্যাপক পরিচিতি পাবে। আফগানিস্তানের জার্সিতে বাংলায় লেখা আছে মোনার্ক মার্ট।
এমপি/এমএমএ/
