বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
টাইটেল স্পন্সর ইস্পাহানি পাওয়ার্ড বাই ওয়ালটন

বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ইস্পহানি লিমিটেড এবং পাওয়ার্ড স্পন্সর ওয়ালটন।
রবিবার (২০ ফেব্রুয়ারি) টাইটেল স্পন্সর ঘোষণাকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঘটা করে লোগো উন্মোচন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, টাইটেল স্পন্সর ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ওমর হান্নান, পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলমসহ আরও অনেকে।
এর আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ছিল আলেশা মার্ট ওয়ালটন ছিল পাওয়ারড বাই। আলেশা মার্ট ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের হোম সিরিজের টাইটেল স্পন্সর ছিল। কিন্তু ব্যবসা সংক্রান্ত জটিলতায় তারা সরে গেছে। আসলে বিসিবি হোম সিরিজের জন্য ৩২ কোটি ৫৫ লাখ টাকায় স্বত্ব বিক্রি করেছিল ইমপ্রেস-মাত্রা কনসোর্টিৗয়াম। এই কনসোর্টিয়াম পরে তা বিক্রি করেছিল আলেমা মার্টের কাছে ২০২৩ সাল পর্যন্ত। এ বিষয়ে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিৗয়ামের পক্ষ থেকে জানানো হয় ব্যবসা সংক্রান্ত কারণে তারা সরে গেছে। যে কারণে নতুন করে তারা টাইটেল স্পন্সর নিয়ে এসেছেন।
সিরিজে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায়। ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ। ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩,২৫ ও ২৮ ফেব্রুয়ারি। খেলা শুরু হবে বেলা ১১টায়। টি-টোয়েন্টি সিরিজের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ মার্চ। খেলা শুর হবে বেলা তিনটায়।
এমপি/এমএমএ/
