সাকিবের না আসার ঘটনায় বরিশালের দু:খ প্রকাশ

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে অফিসিয়াল ফটোসেশনে আসেননি ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এ ঘটনায় শুক্রবার ফাইনাল খেলা শেষে বরিশালের ফ্রাঞ্চাইজিকে কারণ দর্শানোর কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) তারই জবাব দেওয়া হয়। সাকিবের না আসার ঘটনায় দু:খপ্রকাশ করে ফরচুন বরিশালের পক্ষ থেকে বিসিবির চিঠির জবাব দেওয়া হয়েছে বলে মিডিয়া বিভাগ থেকে জানা গেছে। এর বাইরে আর কিছু মিডিয়া বিভাগ থেকে জানা যায়নি। তবে একটি সূত্রে জানা গেছে, বরিশালের ফাঞ্চাইজি ঘটনাটিকে নিজেদের ভুল হিসেবে উল্লেখ করেছেন। এটিকে তারা নিয়মের ব্যত্তয় বলেও জানিয়েছেন।
এখন দেখার বিষয় এই জবাব পাওয়ার পর বিসিবি কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিল ফ্রাঞ্চাইজি ও সাকিব দুই পক্ষকেই শুনানির জন্য ডাকে কি না? কারণ এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক পরিবর্তনের ঘটনা নিয়ে ফ্রাঞ্চাইজি ও মেহেদি হাসান মিরাজকে শুনানিতে ডেকেছিল বিসিবি। পরে সেই শুনানিতে দুই পক্ষই ভুল বুঝাবুঝি বলে দু:খ প্রকাশ করেছিলেন। বিষয়টি ফ্রাঞ্চাইজির নিজস্ব অভ্যন্তরীণ হওয়ার পরও বাইরে ব্যাপক সমালোচনা হওয়াতে বিসিবি হস্তক্ষেপ করেছিল। কিন্তু সাকিবের ঘটনা শৃঙ্খলাভঙ্গ এবং ইচ্ছেকৃত। অনেকেই মনে করেন এ ঘটনায় বিসিবির শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন?
উল্লেখ্য, সাকিব বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের আগের ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনে না এসে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে চলে গিয়েছিলেন। তার পরিবর্তে ফটোসেশনে এসেছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। সাকিবের না আসা নিয়ে সোহান সঠিক কোনো জবাব দিতে পারেননি। জানিয়েছিলেন, তিনি এসেছেন ম্যানেজমেন্টের সিদ্ধান্তে। সাকিবকে তিনি জিম করতে দেখে এসেছেন। এদিকে দলের পক্ষ থেকে ফরচুন বরিশালের হোয়াটসাঅ্যাপ গ্রুপে জানানো হয়েছিল, সাকিবের পেটের পীড়ার কথা। দলের কোচ খালেদ মাহমুদ সুজন সরাসরি কিছু না বলে ঘুরিয়ে বলেছিলেন, ‘ পুরো বিপিএল যদি দেখেন সাকিব ব্যাট করেছে তিন থেকে চার দিন। নিজের মতো করে কাজ করেছে। আজ বলল, ‘ভাল লাগছে না যাব না। আমি বলেছি ঠিক আছে।’
এমপি/এসআইএইচ
