ড্রয়ে হার এড়াল বায়ার্ন

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না সালসবুর্ক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কোমানের গোলে হারের মুখ থেকে রক্ষা পেল বায়ার্ন মিউনিখ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সালসবুর্কের রেড বুল অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে জার্মান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের ২১তম মিনিটে এগিয়ে যায় সালসবুর্ক। সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে বাঁকানো শটে গোলটি করেন আদামু। এর তিন মিনিট পর আরোও এগিয়ে যেতে পারতো তারা। যদি ব্রেন্ডন অ্যারনসনের শট বাধাগ্রস্ত না হতো।
বিরতির পরও বায়ার্নের রক্ষণে আধিপত্য বজায় রাখে সালসবুর্ক। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে তিন ডিফেন্ডারকে এড়িয়ে সামনে এগিয়ে সালসবুর্কের অ্যারনসন। তবে শেষ পর্যন্ত দুর্বল শটের কারণে দলকে হতাশ করেন তিনি।
ম্যাচের শেষ দিকে গোলের দেখা পেতে মরিয়া হয়ে উঠে বায়ার্ন মিউনিখ। ৭৩তম মিনিটে বাঁ দিকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে শট নেন বায়ার্নের কোমান। তবে সালসবুর্কের গোলরক্ষকের কারণে তার চেস্টা বাধাগ্রস্ত হয়। এর দুই মিনিট পর ফিলিপ কুনের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফলে দুইবারই কাঙ্ক্ষিত গোলের দেখা থেকে বঞ্চিত হতে হয় দলটিকে।
অবশেষে ৯০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের স্বাদ পায় বার্য়ান। ডান দিক থেকে সালসবুর্কের রক্ষণভাগের ওপর দিয়ে ক্রস দেন দলটির বাঁজামাঁ পাভার্দ। এরপর ডি-বক্সের মুখে হেড দিয়ে বল আরও পেছনে বাড়ান টমাস মুলার। তাদের দুজনের পাশে বক্সের ঠিক বাইরে থেকে জোরাল শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন কোমান।
বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ কোনো দলই তৈরি করতে না পারলে ১-১ গোলে শেষ হয় ম্যাচ।
এসআইএইচ
