সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সাকিবের তিন-চার-পাঁচ

 

সাকিব আর পাঁচ- মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে এ নিয়ে  চলছে সর্বত্র মাতামাতি। পাঁচের ব্যাখ্যা সবাই জানেন। টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়ে তিনি গড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কীর্তি। নতুন বিশ্ব রেকর্ড। এমনটি যে তার আগে আর কেউ করতে পারেননি। সাকিব তাই অনন্য।

তাহলে তিন আর চার কী? এটাও কি নতুন কীর্তি? না এ তিন আর চারের মাঝে নেই কোনো নতুন কীর্তি। তিন হলো লিগ পর্বে নিজেদের খেলা শেষ করে ১৫ উইকেট নিয়ে তিনি আছেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে। চার হলো চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী। তার মোট রান হলো ২৭৬।

সাকিবের তিন-চার এর চেয়ে বেশি অর্থবহ পাঁচ। কারণ এটি যে একটি বিশ্ব রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরা হওয়া-বিশ্ব ক্রিকেট দেখেছে প্রথমবারের মতো। এর আগে টানা ম্যাচ সেরা হওয়ার রেকর্ড ছিল চারবার। যৌথভাবে তা করেছিলেন ট্রেসকোথিক, ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও দিনেশ নাকরানি। আগের ম্যাচে ম্যাচ সেরা হয়ে সাকিব তাদের স্পর্শ করেছিলেন। এবার ছাড়িয়ে গিয়ে বনে গেলেন একক মালিক।

আপাতত তার এ কীর্তিতে অন্য কারো ভাগ বসানোর সম্ভাবনা নেই বললেই চলে। আর বিপিএলে তার ম্যাচ সেরা হওয়ার সংখ্যা ১৪। তার পরে আছেন মাহমুদউল্লাহ। তবে ব্যবধান অনেক বেশি ৫। মাহমুদউল্লাহ ম্যাচ সেরা হয়েছেন ৯ বার।

এবারের বিপিএলে শক্তিশালী দল গড়ার ক্ষেত্রে বরিশাল ছিল অন্যতম সেরা। সাকিবকে তারা অনেক আগেই নিজেদের করে নিয়েছিল সরাসরি সাইনিং করে। কিন্তু শুরুতে দলটি নামে প্রতি সুবিচার করতে পারেনি। ঢাকায় প্রথম পর্ব শেষ করে তারা যখন চট্টগ্রামে গিয়েছিল, তখন তাদের অবস্থান ছিল তলানির দিকে পাঁচে। ৩ ম্যাচে পয়েন্ট ২। এর মাঝে শেষ হার ছিল কুমিল্লার কাছে খুবই বাজেভাবে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে ৬৩ রানে! কিন্তু এ শেষ। এরপর চট্টগ্রাম গিয়ে তারা ঘুরে দাঁড়ায়। এমনই ঘুরে দাঁড়ায় যে নিচের দিক থেকে উঠে আসে সবার উপরে। হারেনি একটি ম্যাচও। শুধুমাত্র  বৃষ্টির কারণে  সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। খেলা হলেও এ ম্যাচেও তাদের জয় ছিল অবধারিত।

বরিশাল নিজেদের ফিরে পাওয়া শুরু করে সাকিবও বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও জ্বলে উঠলে। প্রথম ৪ ম্যাচে বল হাতে তিনি সফল ছিলেন। ৫ উইকেট নিয়েছিলেন ৭৯ রানে। গড় ১৫ দশমিক ৮। কিন্তু ব্যাট হাতে ছিলেন একেবারেই অনুজ্জ্বল। এ ৪ ম্যাচে তার রান ছিল ১৩,২৩,১,৯। খুলনার বিপক্ষে শুরু তার অলরাউন্ড নৈপুণ্য। তার সেই নৈপুণ্যের আলোতে উদ্ভাসিত হয়েছে বরিশালের শিবির আর অন্ধকার নেমে আছে প্রতিপক্ষের তাবুতে। খুলনার বিপক্ষে ৪১ রান ও  ১০ রানে ১ উইকেট, চট্টগ্রামের বিপক্ষে ৫০ রান ও ২৩ রানে ৩ উইকেট, কুমিল্লার বিপক্ষে ৫০ রান করার পাশাপাশি ২০ রানে ২ উইকেট, সিলেটের বিপক্ষে ৩৮ রান ও ২৩ রানে ২ উইকেট এবং ঢাকার বিপক্ষে অপরাজিত ৫১ রান ও ২১ রানে ১ উইকেট ছিল তার র্কীতিতে আলোকিত।

এমনিতেই একজন খেলোয়াড়ের বোলিংয়ে যদি ছারখার হতে থাকেন ব্যাটসম্যানরা, সেখানে যদি আবার সেই খেলোয়াড়ের ব্যাটিং যোগ হয়, তাহলে যে কোনো দলই অপ্রতিরোধ্য হয়ে উঠে। বরিশালের জয়যাত্রা যেন তারই জানান দিচ্ছে। বরিশাল ৪টি ম্যচ জিতেছে শুধুমাত্র বোলারদের দাপটে। যেখনে আগে ব্যাট করে তাদের সংগ্রহ ছিল ১৪১/৯, ১৪৫, ১৪৯ ও ১৫৫/৫। এসব ম্যাচে সাকিবের বোলিং খেলতেই পারেননি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। খুলনার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে উইকেট নিয়েছিলেন ১টি। আবার শুরুতে চট্টগ্রামের বিপক্ষেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছিলেন। সেই ম্যাচেও উইকেট ছিল ১টি। এভাবেই সাকিব তার বোলিংয়ের আগুনে পুড়িয়েছিলেন ব্যাটসম্যানদের।

ব্যাটিংটা ঠিকঠাক মতো হচ্ছিল না। সাম্প্রতিক সময়ে এটা বেশ ভুগাচ্ছিল সাকিবকে। এ নিয়ে বিপিএল শুরুর আগে আলাদা করে অনুশীলনও করেন। বিগ হিটের অনুশীলনও করেন। কিন্তু বিপিএলের শুরুতে তিনি নিজেকে ফিরে পাননি। ফিরে পেতে শুরু করেন খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৭ বলে ৪১ রান। চট্টগ্রামের বিপক্ষে ৩১ বলে ৫০, কুমিল্লার বিপক্ষে ৩৭ বলে ৫০, সিলেটের বিপক্ষে ১৯ বলে ৩৮ এবং সর্বশেষ ঢাকার বিপক্ষে ২৯ বলে অপরাজিত ৫১ রান।

এমন ব্যাটিংই সাকিব মনে মনে চেয়েছিলেন। তাইতো তার মুখে তৃপ্তির হাসি। বলেন, ‘আমি  খুশি। বোলিং আমার সব সময় ভালো হচ্ছিল। এবার গত ৫ ম্যাচ থেকে ব্যাটিংটাও ভালো হচ্ছে। আশা করি পরের দুই ম্যাচেও এ ধারা বজায় থাকবে।’ সাকিব পরের দুই ম্যাচ বলতে বুঝিয়েছেন প্লে অফ রাউন্ডের কোয়ালিফায়ার-১ ও  ফাইনাল। কোয়ালিফয়ার-১ জিতে তিনি ফাইনালেও জিততে চান।

এমপি/এসএন

 

 

Header Ad
Header Ad

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  যা দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ।  মঙ্গলবার (২২ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। সোমবার (২১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এবার ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে।  ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।  এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।  তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ১৯ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।  চলতি বছর ২৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম।  যেখানে দাম বাড়ানো হয়েছে ১৮ বার, আর কমেছে মাত্র ৬ বার।  আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।  যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।  দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

Header Ad
Header Ad

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দলটির আরেক যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে।

এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শাতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন।

একইসঙ্গে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

Header Ad
Header Ad

দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুই বাংলাদেশি কৃষক ভারতে প্রবেশের পর স্থানীয়দের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে রোববার সকালে, ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায়। ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই স্থানীয় কিছু ব্যক্তি দুই বাংলাদেশি কৃষককে বেধড়ক মারধর করছে। এমনকি তাদের একটি পিকআপ ভ্যানে তোলার সময়ও নির্যাতন অব্যাহত থাকে।

নির্যাতনের শিকার কৃষকরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, তারা মেইন পিলার ১৯৮৭ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, যেটি ৭৮পি/৮ নম্বর মানচিত্রের আওতায় পড়ে।

ঘটনার পর পরই রোববার বিকেলে সীমান্তবর্তী হরিণখোলা ফাঁড়িতে বিএসএফ এবং বাংলাদেশের ৫৫ বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএসএফ কর্তৃপক্ষ তোফাজ্জল ও জামালকে বাংলাদেশি বাহিনীর কাছে হস্তান্তর করে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানিয়েছেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

এদিকে, মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি
দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
গাইবান্ধায় অপহরণের দুই ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা
২০ দিনে ৫০ কোটিরও বেশি আয় করল শাকিবের 'বরবাদ'
ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার
টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার
কারাগার থেকে দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে: কাঠগড়ায় দাঁড়িয়ে পলক
খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান
বাকৃবিতে পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অকার্যকর বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন
পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’য় জুটি বাঁধছেন ইমন-দীঘি
বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে শেখ হাসিনার সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী