এশিয়ান কাপে বাংলাদেশের সব ম্যাচ খেলবেন হামজা চৌধুরী

হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশের ফুটবলের প্রতিভাবান তারকা হামজা চৌধুরী নিশ্চিত করেছেন, তিনি এশিয়ান কাপের সব ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ান কাপে ভারত, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি বাংলাদেশের ৮ নম্বর জার্সি পরে খেলবেন। তার এই ঘোষণার ফলে বাফুফের দুশ্চিন্তা দূর হয়েছে এবং তারা এখন নিশ্চিন্তে পরিকল্পনা করতে পারবে।
হামজা সম্প্রতি সিলেটের স্নানঘাটে তার পরিবারে এসেছিলেন। তিনি তার বাবা, দেওয়ান মোরশেদ চৌধুরীর গ্রামের বাড়িতে একদিন অবস্থান করেছেন এবং গ্রামবাসীদের ঈদ উপহার হিসেবে টাকা বিতরণ করেছেন। এ সময়, গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হামজা জানান, "আমি সব ম্যাচ খেলব। চাইরটা খেলা অইব। আমি খেলব, বাংলাদেশের জন্য খেলব।"
এছাড়া, যখন তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তিনি তা প্রত্যাখ্যান করেন। হামজা বলেন, "না না, অধিনায়ক হমু না। কেন্টেইন হওয়া লাগব না। আমি এমনিই খেলব।" হামজা আরও জানান, তার ফোকাস শুধু দেশের জন্য ফুটবল খেলা, অধিনায়কত্বের ব্যাপারে তার কোনো মাথাব্যথা নেই।

হামজা চৌধুরী ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড ক্লাবের ফুটবলার। সম্প্রতি, তিনি ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরেছেন এবং সিলেটে বিশ্রামের সুযোগ না পেয়ে তার গ্রামে ফিরে আসেন। হামজা যখন গ্রামে টাকা বিতরণ করছিলেন, তখন সেখানে হাজার হাজার মানুষ তাকে দেখতে এসেছিল। গ্রামবাসী তাকে আথিতি করে হাত নেড়ে বিদায় জানায়, এবং হামজাও হাসি মুখে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন।
গ্রাম থেকে ফেরার পথে, পুলিশ স্কটসহ দ্রুতগামী গাড়িতে হামজাকে সিলেট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। স্নানঘাটে এর আগে হামজাকে নিয়ে এত উৎসাহ দেখা যায়নি, কিন্তু বর্তমানে তার দেশে ফিরে আসার পর থেকে তার প্রতি মানুষের উন্মাদনা স্পষ্টভাবে বেড়ে গেছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য হামজা চৌধুরীর এই প্রতিশ্রুতি অনেক বড় আশা জাগিয়েছে, বিশেষ করে যখন তিনি বললেন যে, "আমি সব ম্যাচ খেলব, বাংলাদেশের জন্য খেলব।"
