চম্পকার হাতেই পেস বোলিং কোচের দায়িত্ব!

জাতীয় দলের পেস বোলিং কোচের পদ ফাঁকা হয়ে আছে। এই শূন্যতা সৃষ্টি হয়েছে ওটিস গিবসন চলে যাওয়ার পর। নতুন করে দায়িত্ব দিতে চলছে কোচ খোঁজা। সে তালিকায় আছেন লঙ্কান দুই কোচ চম্পকা রামানায়েকে ও চামিন্দা ভাস। এগিয়ে আছেন চম্পকা।
নতুন কোচ নিয়োগ দিতে গিয়ে বিসিবি তাড়াহুড়া করতে চায় না বলে জানিয়েছেন বিসিবির গেম ডেভালপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘চম্পকাকে ছায়াদলের জন্য আনার চেষ্টা করছি, জাতীয় দলেও কাজে লাগাতে পারলে ভালো। আমরা কোনো তাড়াহুড়া করতে চাচ্ছি না। তাড়াহুড়ার কাজ কোনো সময়ই ভালো হয় না।’
চম্পকা এর আগেও বাংলাদেশে পেস বোলিং কোচ হিসেবে হাই পারফরম্যান্স ইউনিটি দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরেই অনেকেই জাতীয় দলে প্রতিষ্ঠা পেয়েছেন পূর্ব অভিজ্ঞতা থেকেই তার প্রতিই আছে বিসিবির দুর্বলতা। তার হাতেই দিতে চায় দায়িত্ব।
খালেদ মাহমুদ বলেন, ‘চম্পকা এই দেশে অনেক দিন ধরে কাজ করছে। যত তরুণ পেসার বের হয়েছে, চম্পকার সঙ্গে কোনো না কোনো সময় ওরা ট্রেনিং করেছে। তাই ওদের ব্যাকগ্রাউন্ড জানে। তাই এখনকার ছোট একটা সমাধান হতে পারে চম্পকা।’
চামিন্দা ভাস সর্ম্পকে খালেদ মাহমুদ বলেন, ‘চামিন্দা ভাসের নাম এসেছে। চামিন্দা দ্বিধাহীনভাবে অনেক বড় খেলোয়াড় ছিলেন। কোচ হিসেবে কতটা বড় সেটা এখনও এতোটা প্রমাণিত না। যদিও উনি কোচিং করাচ্ছেন। আমরা তাড়াহুড়া করতে চাই না। আমার মতামত হল তাড়াহুড়া করা উচিৎ হবে না। দীর্ঘ মেয়াদে এমন কাউকে নিতে চাই যাকে নিলে বাংলাদেশের ক্রিকেটে ভালো হবে।’
চম্পকা দায়িত্ব নিলে আবার তিনি কাজ করবেন জেমি সিডন্সের সঙ্গে। জেমি সিডন্স যখন প্রধান কোচের দায়িত্ব ছিলেন, তখন চম্পকা পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন।
এমপি/এমএমএ/
