৪৭ বছরের ইতিহাস ভেঙে অভিষেকেই ব্রিটজকের বিশ্বরেকর্ড
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিটজকে।। ছবি: সংগৃহীত
৪৭ বছর আগে ওয়ানডে ক্রিকেটে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেজমন্ড হেইন্স। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন তিনি। এতদিন ধরে সেটিই ছিল অভিষেকে কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস।
অবশেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এসে সেই রেকর্ড ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিটজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। ইনিংসের প্রথম বল থেকেই মাঠে থাকা ব্রিটজকে শুরুটা করেছিলেন ধীরগতিতে। ৬৮ বলে ফিফটি এবং ১২৮ বলে শতক হাঁকানোর পর শেষ দিকে রীতিমতো ঝড় তোলেন তিনি। পরবর্তী ৫০ রান করতে খেলেন মাত্র ১৯ বল!
ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় এখন শীর্ষে আছেন ২৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। তার আগে হেইন্সের ১৪৮, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের ১২৭, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামের ১২৪ এবং হংকংয়ের মার্ক চ্যাপম্যানের ১২৪ ছিল উল্লেখযোগ্য ইনিংস।
ব্রিটজকের ১৫০ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছক্কা। তবে রেকর্ড গড়ার পরই বিদায় নিতে হয় তাকে। ম্যাট হেনরির ব্যাক অব দ্য লেন্থ বলে মিডঅফে ক্যাচ তুলে দেন মিচেল ব্রেসওয়েলের হাতে।
তার দেড়শত রানের দুর্দান্ত ইনিংস এবং উইয়ান মুল্ডারের ৬০ বলে ৬৪ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০৪ রানের বড় সংগ্রহ গড়েছে তারুণ্যনির্ভর দক্ষিণ আফ্রিকা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই দারুণভাবে শুরু করল প্রোটিয়ারা।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)