৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য জয়, নকআউট পর্বে বার্সেলোনা
বার্সেলোনার জয় উদযাপন। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বেনফিকার মাঠে এক অবিশ্বাস্য জয় পেয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বার্সেলোনা। ৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় লাভ করে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
প্রথম আধা ঘন্টার মধ্যেই ৩-১ গোলে এগিয়ে যায় বেনফিকা। এরপর রোনাল্ড আরাহুর আত্মঘাতি গোল থেকে বার্সেলোনার সংগ্রহে আরও একটি গোল আসে। তবে বার্সেলোনার ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি দুই পেনাল্টি থেকে দুটি গোল করে দলের আশা বাঁচিয়ে রাখেন।
৬৪ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া এক গোল করেন, তারপর যোগ করা সময়ে ম্যাচের শেষ মুহূর্তে দারুণ একটি গোল করে দলকে জয় এনে দেন। এরিক গার্সিয়ার একটি গোলও আসে বার্সেলোনার পক্ষে।
এই উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রায় ৯৯ মিনিট খেলা হয়, যেখানে পেনাল্টি হয় তিনটি, যার মধ্যে দুটি বার্সেলোনা পায়। বেনফিকার পাভলিদিস হ্যাটট্রিক করেন, কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে জয় লাভ করে।
বেনফিকার লাল কার্ড পাওয়া আর্থার ক্যাব্রালও এই রোমাঞ্চকর ম্যাচের এক বিশেষ মুহূর্ত সৃষ্টি করেন। অপরদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা আনহেল দি মারিয়া ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে কিছু সুযোগ পেয়েছিলেন, তবে নায়ক হতে পারেননি।