প্রথমবারের মতো নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের নারী ক্রিকেটারদের জন্য আলাদা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
“নারী ক্রিকেটের উন্নয়নে আমরা দীর্ঘদিন ধরেই ভাবছিলাম। আজ আমরা নারীদের জন্য বিপিএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এটি আমাদের জন্য গর্বের একটি অধ্যায়,” বলেন ফাহিম।
বর্তমানে চলমান পুরুষদের বিপিএল ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার পরপরই নারীদের বিপিএল আয়োজনের প্রস্তুতি শুরু হবে। টুর্নামেন্টের সূচি শিগগিরই ঘোষণা করবে বিসিবি।
“শুরুতে আমরা তিনটি দল রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিদেশি খেলোয়াড় সীমিত রাখব, কারণ আর্থিক বাস্তবতা আমাদের সেভাবে পরিচালিত হতে বাধ্য করছে,” ফাহিম বলেন।
নারীদের বিপিএল আয়োজন বিসিবির জন্য একটি বড় পদক্ষেপ। এটি ঘরোয়া নারী ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতার সুযোগ তৈরি করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের মান উন্নয়নে সাহায্য করবে।
“আমরা কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করেছি, এবং তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, নারী ক্রিকেটের পরবর্তী স্তরে যাওয়ার একটি ধাপ,” উল্লেখ করেন ফাহিম।
প্রথম আসরে সীমিত আকারে শুরু হলেও ভবিষ্যতে নারীদের বিপিএলকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিসিবি আশা করছে, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশীয় নারী ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করবেন।
“এই বছর আমাদের লক্ষ্য একটি সফল সূচনা। ভবিষ্যতে আমরা এটি আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই,” যোগ করেন ফাহিম।