ম্যাচ জয়ের আনন্দের মাঝেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
পেসার খালেদ আহমেদ। ছবি: সংগৃহীত
বিপিএলের ২২তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় চিটাগং কিংস। ৪৫ রানের এই জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসার খালেদ আহমেদ। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। তবে ম্যাচ জয়ের আনন্দের দিনটি শেষ হয় শোকের খবরে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ম্যাচ শেষে দলের সঙ্গে হোটেলে ফেরার পর খালেদ জানতে পারেন, তার মা আর বেঁচে নেই। তার দল চিটাগং কিংস মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
খালেদের ভাই জায়েদ আহমেদ ফেসবুকে তার মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসে স্থান দিন এবং আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।’
সিলেটের সন্তান খালেদ আহমেদ বিপিএলে চিটাগং কিংসের হয়ে দারুণ ফর্মে রয়েছেন। ৫ ম্যাচে তিনি শিকার করেছেন ৮ উইকেট। খুলনার বিপক্ষে তার পারফরম্যান্স দলকে জয়ের পথে বড় ভূমিকা রেখেছে। তবে পারফরম্যান্সের এই ধারাবাহিকতা নিয়েও হঠাৎ মায়ের মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন এই পেসার।
মাত্র তিন দিন আগেই সিলেট থেকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন খালেদ। প্রথম ম্যাচ শেষে এমন দুঃসংবাদ শুনে তিনি শোকাহত। চিটাগং কিংসের পুরো দল খালেদের পাশে থাকার আশ্বাস জানিয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।