৭ গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়
ছবি: সংগৃহীত
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বড় পরাজয়ের ক্ষত এখনও তাজা রিয়াল মাদ্রিদের জন্য। তবে সান্তিয়াগো বার্নাব্যুর উত্তেজনাপূর্ণ এক ম্যাচে সেলতা ভিগোর বিপক্ষে অতিরিক্ত সময়ে তিন গোল করে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সেলতা ভিগোকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শেষ পর্যন্ত রূপ নেয় রোমাঞ্চকর এক লড়াইয়ে, যা মুগ্ধ করেছে দর্শকদের।
ম্যাচের ৩৭তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। মাঝমাঠ থেকে প্রতি-আক্রমণে ডি-বক্সে ঢুকে অসাধারণ স্কিলের প্রদর্শনী শেষে জোরালো শটে জাল খুঁজে নেন তিনি। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। ৪৮তম মিনিটে দিয়াসের নিখুঁত পাস থেকে সুযোগ কাজে লাগান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তবে ৮৩তম মিনিটে কামাভিঙ্গার একটি ভুল রিয়ালকে বিপদে ফেলে দেয়। ডি-বক্সের পাশে তার ব্যর্থ পাস থেকে বল পেয়ে যান পাবলো দুরান। এরপর তার পাস থেকে গোল করেন সেলতার ফরোয়ার্ড বাম্বা।
ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে রাউল আসেন্সিওর ফাউলের কারণে পেনাল্টি পায় সেলতা ভিগো। সেখান থেকে সফল স্পট কিকে সমতা ফেরান আলোনসো।
তবে অতিরিক্ত সময়ে মাঠে পুরোপুরি আধিপত্য বিস্তার করে রিয়াল। ৯৮ মিনিটে এন্দ্রিকের দারুণ শটে রিয়াল এগিয়ে যায়। এরপর ১১২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে দুর্দান্ত গোল করেন ভালভার্দে। ম্যাচের ১১৯তম মিনিটে আবারও গোল করে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে স্কোরলাইন ৫-২ করেন এন্দ্রিক, নিশ্চিত করেন রিয়ালের জয়।
এই জয়ে শুধু পয়েন্টই অর্জন করেনি রিয়াল, বরং হারের চাপের মধ্যেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তার এক অনন্য উদাহরণ তৈরি করেছে। সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচ ছিল রিয়াল সমর্থকদের জন্য এক অবিস্মরণীয় রাত।