সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

খুলনাকে হারিয়ে ঢাকার প্রতিশোধ

শেষ আটে যেতে হলে জয়ের বিকল্প নেই মিনিস্টার গ্রুপ ঢাকার। মোট ৮ ম্যাচে পয়েন্ট ৭। ঢাকার চেয়ে একটু সুবিধাজনক অবস্থানে আছে খুলনা টাইগার্স। তাদের ৭ ম্যাচে পয়েন্ট ৮।

তাইতো ঢাকা সেরা একাদশে আনে ব্যাপক পরিবর্তন। একটি দুইটি নয়, গুনে গুনে চারটি। একাদশে নেই মাশরাফি, নাঈম শেখ, এবাদত ও মোহাম্মদ শাহজাদ। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় রুবেল হোসেন, শামসুর রহমান শুভ, জহুরুল ইসলাম অমি ও আজমত উল্লাহ ওমরজাইকে। সেখানে খুলনা পরিবর্তন আনে একটি। কামরুল ইসলাম রাব্বির পরিবর্তে রুহেল মিয়াকে সুযোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত চার পরিবর্তনের সুবিধা নিয়ে ঢাকা ম্যাচ নিজেদের করে নিয়েছে। শেষ ওভারের প্রথম দুই বলে শুভাগত হোমের পরপর দুই ছক্কায় ম্যাচ জিতে ৫ উইকেটে। খুলনা টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে করে মাত্র ১২৯ রান। ঢাকা ৪ বল হাতে রেখে করে ৫ উইকেটে ১৩১ রান। দুই দলের প্রথম মোকাবেলাতে খুলনা জয়ী হয়েছিল ৫ উইকেটে।

জয়ের লক্ষ্যে ঢাকা যে চারটি পরিবর্তন আনে, তারা সবাই সুযোগ পেয়ে তার প্রতিদান দিয়েছেন। রুবেল হোসেন ৪ ওভারে ২৬ রান নেন ১ উইকেট। শামসুর রহমান শুভ ১৪ বলে ২ ছক্কা ও ১ চারে করেন ২৫ রান। আজমত উল্লাহ ওমরজাই বল হাতে ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট করেন ৭ বলে ১০ রান। জহুরুল ইসলাম অমি করেন ২টি করে চার ও ছক্কা মেরে ৩৫ বলে করেন ৩০ রান। খুলনার হয়ে সুযোগ পাওয়া রুহেলও মিয়া বল হাতে ৪ ওভারে ২১ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হতে করেন ৯ বলে করেন অপরাজিত ৮ রান। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ঢাকা উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিনে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খুলনা নেমে গেছে চারে।

টস জিতে খুলনা যখন ব্যাটিংয়ের সিন্ধান্ত নেয়, তখন ঢাকার জন্য জরুরি হয়ে পড়েছিল খুলনাকে অল্প রানে আটকে রাখা। ঢাকা-চট্টগ্রামের পর সিলেটেও প্রথম ম্যাচে প্রথম দুইদিন বড় সংগ্রহ হয়নি। এই ম্যাচেও তাই হয়েছে। এদিন আরও কম সংগ্রহ ছিল। খুলনাকে ৮ উইকেটে ১২৯ রানে আটকে রেখেই ম্যাচ নিজেদের কব্জায় নিয়েছিল ঢাকা। খুলনা মাত্র ১২ রানে ৩.৩ ওভারে হারায় ৪ উইকেট। আরাফাত সানি জোড়া আঘাত হেনে পরপর দুই বল ফিরিয়ে দেন আন্দ্রে ফ্লেচার ও ইয়াসির আলীকে।

মুশফিকুর রহিম (১২) হাল ধরে মেহেদী হাসানকে নিয়ে এগুনোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাকেও দলীয় ৩২ রানে ফিরিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই। তখন ওভার শেষ হয়েছে মাত্র ৭টি। এরপর খুলনার ইনিংন বড় হওয়ার কোনো সম্ভাবনাই থাকেনি। মেহেদী হাসানও (১৭) ফিরে যান দলীয় ৫৮ রানে। তারপরও সেখান থেকে দলের রান ১২৯ পর্যন্ত যাওয়ার পেছনে ছিল সিকান্দার রাজার ৫০ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৬৪ রানের কারণে। তিনি আউট হন ইনিংসের শেষ বলে ফজল হক ফারুকীর বলে। আরাফাত সানি ১৫ ও আজমতউল্লাহ ওমরজাই ২৫ রানে নেন ২টি করে উইকেট।

ছোট টার্গেটের পেছনে ছুটে ঢাকার শুরুটা ভালো ছিল না। দলীয় ১২ রানেই তারা দুই ওপেনার তামিম ইকবাল (৬) ও ইমরানউজ্জামানকে (৬)। এরপর তারা সাবধানী হয়ে যায়। জহুরুল ও মাহমুদউল্লাহ দেখে-শুনে খেলতে থাকেন। ফলে দ্রুত উইকেট পড়া বন্ধ হয়। রান সংগ্রহ হতে থাকে কিছুটা ধীরগতিতে। জুটিতে ৫৭ রান আসে ৯.১ ওভারে। জহুরুল ৩৫ বলে ৩০ রান করে রুহেল মিয়ার শিকার হওয়ার পর মাহমুদউল্লাহ ও শামসুর রহমান শুভ আবার ৩২ রানের জুটি গড়েন। শামসুর রহমানের মারমুখি ব্যাটিংয়ের কারণে এই জুটিতে ৩২ রানে আসে ৩.৩ ওভারে।

মাহমুদউল্লাহ ১টি করে চার ও ছয় মেরে ৩৬ বলে ৩৪ রান করে থিসারা পেরেরা বলে ইয়াসীর আলীর হাতে ধার পড়ে বিদায় নেন। দলীয় ৫ রান যোগ হওয়ার শামসুর রহমান শুভও আউট হয়ে যান ১৪ বলে ২টি ছক্কা ও ১ টি চারে ২৫ রান করে। শুভ আউট হওয়ার সময় ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ বলে ২৪ রানের । সেই টার্গেট আরও সহজ হয়ে যায় থিসারা পেরেরা করা শষ ওভারের প্রথম দুই বলেই শুভাগত হোম ছক্কা মারলে। শুভাগত ৯ বলে ১৮ ও আজমতউল্লাহ ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। থিসারা পেরেরা ৩৯ রানে নেন ২ উইকেট।

 

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর

ছবি: সংগৃহীত

কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে সংঘর্ষের ঘটনার বিবরণ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিবরণের পাশাপাশি এ ঘটনায় এক যুবকের মৃত্যু নিয়েও নিজেদের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।

কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিতে সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্টে একজন স্থানীয় লোকের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

আইএসপিআর আরও জানায়, ওই সময় সমিতি পাড়ার আনুমানিক দুই শতাধিকেরও বেশি স্থানীয় লোকজন ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বাড়লে চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কতিপয় দুষ্কৃতকারীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রি মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের ওপর ইট পাটকেল ছোড়ে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হন, যার মধ্যে বিমান বাহিনীর ৪ জন সদস্য রয়েছেন। এছাড়া শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআরের দাবি, বিমান বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়েছে। তবে স্থানীয় জনসাধারণের ওপর কোনো প্রকার তাজা গুলি ছোড়া হয়নি।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, কুচক্রি মহল বিমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর সদস্যদের গুলিতে যুবক নিহত হয়েছে বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়।

Header Ad
Header Ad

পদত্যাগ করতে রাজি জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যদি দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য পদত্যাগের প্রয়োজন হয়, তবে তিনি তাতে রাজি। একই সঙ্গে, ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিনিময়ে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়তে তিনি প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেছেন।

সিএনএন নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলেনস্কি এই মন্তব্য করেন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি সত্যিই আমার পদত্যাগের প্রয়োজন হয়, আমি তা করতে প্রস্তুত।”

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ চলতি মাসের শুরুতে বলেছিলেন যে, ইউক্রেনের ন্যাটোতে যোগদান এই মুহূর্তে বাস্তবসম্মত নয় এবং এটি করা সম্ভব নয়।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা হ্রাসের কথাও উল্লেখ করেছেন এবং নির্বাচনের বিলম্ব নিয়ে সমালোচনা করেছেন।

এ বিষয়ে পাল্টা মন্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্প “ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন।”

Header Ad
Header Ad

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতীকী গায়েবানা জানাযা পড়েন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

দেশব্যাপী নৈরাজ্যসৃষ্টিকারী সন্ত্রাসী ও ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে শাস্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে শহীদ শামসুজ্জোহা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতীকী গায়েবানা জানাযা পড়েন শিক্ষার্থীরা।

সমাবেশ শুরুর আগে শিক্ষার্থীরা ‘দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সুশাসন চাই, জীবনের নিরাপত্তা চাই’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের দেব না’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষক ও খুনিদের ফাঁসি চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আইনশৃঙ্খলার বেহাল দশা, ইন্টেরিম করে রং তামাশা’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ বলেন, ‘বিগত কয়েকদিন দেশে ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি থেকে এহেন কোন কাজ নেই, যা হচ্ছে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে বলতে চাই, আপনারা যদি নিজেদের দ্বায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার মত অযোগ্য উপদেষ্ঠা এ দেশের মানুষের প্রয়োজন নেই।’

ছাত্র ফেডারেশনের সদস্য সচিব ওয়াজেদ শিশির বলেন, ‘নিরাপত্তা আমাদের মৌলিক অধিকার। মানুষ তাঁর মৌলিক অধিকার নিয়ে শঙ্কিত ছিল বলেই চব্বিশের অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। কিন্তু আমার মনে হয় না গত ৫০ বছরে আমাদের এমন নিরাপত্তার অভাব ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি যে গদিতে বসে আছেন, সেটি আপনার বাবার নয়। আপনি দ্বায়িত্ব পালন করতে না পারলে গদি ছেড়ে দেন।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আজাদ বলেন, ‘গত কয়েকমাস ধরে দেশে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। এর মূল কারণ আইনশৃঙ্খলা বাহিনীর নতজানু নীতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে এই নতজানু নীতি এদেশে আর চালাবেন না। এই দেশ নতুন করে যেমন বিপ্লবী গতিতে স্বাধীন হয়েছে, তেমনই বিপ্লবী গতিতেই চলবে। ২৪-এর অভ্যুত্থানে হাজারো শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলায় আর কারও ঠিকাদারি আমরা মেনে নিব না।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি নিয়ে যা বললেন রিজভী
রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার আহ্বান মির্জা ফখরুলের
সাভারে কাপড়ের কারখানায় আগুন, পুড়ে ছাই কাপড় ও কার্টন
বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী
রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি
যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন বিশ্বনবী (স.)
আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান
সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী(ভিডিও)
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
বাংলাদেশ থেকে আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি: জয়শঙ্কর