খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে রাজশাহীর দুর্দান্ত জয়
ছবি: সংগৃহীত
চলমান বিপিএলের ঢাকা পর্বে দুর্দান্ত শুরু করেছিল খুলনা টাইগার্স, তারা প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল। তবে সিলেটে তাদের তৃতীয় ম্যাচে ২৮ রানের জয় তুলে নেওয়ার মধ্যে দিয়ে খুলনাকে প্রথম হারের স্বাদ উপভোগ করালো দুর্বার রাজশাহী। এটি রাজশাহীর দ্বিতীয় জয়, যার ফলে তারা ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজশাহী প্রথমে ব্যাট করে ১৭৯ রানের লক্ষ্য খুলনার সামনে ছুঁড়ে দেয়। জবাবে খুলনা ৩ বল হাতে থাকতে ১৫০ রানে অলআউট হয়ে যায়, ফলে ২৮ রানে জয় পায় রাজশাহী।
খুলনা চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইলিয়াম বোসিসটো (৬) এবং মিরাজ (১) সহ বেশ কয়েকজন ব্যাটসম্যান দ্রুত আউট হন। ওপেনার নাঈম ২৪ বল খেলে ২৬ রান করেন, কিন্তু তিনি আউট হয়ে গেলে খুলনার হাল ধরতে আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করেন। তবে তারা বড় ইনিংস খেলতে পারেননি, আফিফ ৩০ বলে ৩৩ রান এবং অঙ্কন ১১ বলে ১৮ রান করেন।
ইমরুল কায়েস ৬ বলে ১৭ রান করার পর দ্রুত আউট হন এবং আবু হায়দার ৪ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন। ১১২ রানে ৭ উইকেট হারিয়ে খুলনা ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ পর্যন্ত মোহাম্মদ নাওয়াজ (৯), নাসুম আহমেদ (১৮) এবং সালমান এরশাদ ৫ রানে আউট হলে খুলনা ৩ বল হাতে থাকতে ১৫০ রানে অলআউট হয়।
রাজশাহীর বোলার তাসিকন আহমেদ, সোহাগ গাজী এবং রায়ান বার্ল দুটি করে উইকেট নেন। এছাড়া জিসান আলম, এসএম মেহরাব এবং মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট শিকার করেন।
এর আগে রাজশাহী ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস এবং জিশান আলমের ব্যাটে ভর করে ৪৪ রান তুলতে সক্ষম হয়। হারিস ২০ বলে ২৭ রান করেন, তবে এনামুল হক বিজয় (৭) এবং এসএম মেহরাব (৫) দ্রুত আউট হয়ে যান। এরপর ইয়াসির আলী এবং রায়ান বার্লের দৃঢ় ব্যাটিংয়ে রাজশাহী ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পার করে। ইয়াসির ২৪ বলে ৪১ রান করে বোল্ড হন, তবে রায়ান বার্ল ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন এবং আকবর ৯ বলে ২১ রান করে দলের সংগ্রহ ১৭৮ রানে পৌঁছান।