শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে রাজশাহীর দুর্দান্ত জয়

ছবি: সংগৃহীত

চলমান বিপিএলের ঢাকা পর্বে দুর্দান্ত শুরু করেছিল খুলনা টাইগার্স, তারা প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল। তবে সিলেটে তাদের তৃতীয় ম্যাচে ২৮ রানের জয় তুলে নেওয়ার মধ্যে দিয়ে খুলনাকে প্রথম হারের স্বাদ উপভোগ করালো দুর্বার রাজশাহী। এটি রাজশাহীর দ্বিতীয় জয়, যার ফলে তারা ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজশাহী প্রথমে ব্যাট করে ১৭৯ রানের লক্ষ্য খুলনার সামনে ছুঁড়ে দেয়। জবাবে খুলনা ৩ বল হাতে থাকতে ১৫০ রানে অলআউট হয়ে যায়, ফলে ২৮ রানে জয় পায় রাজশাহী।

খুলনা চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইলিয়াম বোসিসটো (৬) এবং মিরাজ (১) সহ বেশ কয়েকজন ব্যাটসম্যান দ্রুত আউট হন। ওপেনার নাঈম ২৪ বল খেলে ২৬ রান করেন, কিন্তু তিনি আউট হয়ে গেলে খুলনার হাল ধরতে আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করেন। তবে তারা বড় ইনিংস খেলতে পারেননি, আফিফ ৩০ বলে ৩৩ রান এবং অঙ্কন ১১ বলে ১৮ রান করেন।

ইমরুল কায়েস ৬ বলে ১৭ রান করার পর দ্রুত আউট হন এবং আবু হায়দার ৪ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন। ১১২ রানে ৭ উইকেট হারিয়ে খুলনা ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ পর্যন্ত মোহাম্মদ নাওয়াজ (৯), নাসুম আহমেদ (১৮) এবং সালমান এরশাদ ৫ রানে আউট হলে খুলনা ৩ বল হাতে থাকতে ১৫০ রানে অলআউট হয়।

রাজশাহীর বোলার তাসিকন আহমেদ, সোহাগ গাজী এবং রায়ান বার্ল দুটি করে উইকেট নেন। এছাড়া জিসান আলম, এসএম মেহরাব এবং মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট শিকার করেন।

এর আগে রাজশাহী ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস এবং জিশান আলমের ব্যাটে ভর করে ৪৪ রান তুলতে সক্ষম হয়। হারিস ২০ বলে ২৭ রান করেন, তবে এনামুল হক বিজয় (৭) এবং এসএম মেহরাব (৫) দ্রুত আউট হয়ে যান। এরপর ইয়াসির আলী এবং রায়ান বার্লের দৃঢ় ব্যাটিংয়ে রাজশাহী ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পার করে। ইয়াসির ২৪ বলে ৪১ রান করে বোল্ড হন, তবে রায়ান বার্ল ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন এবং আকবর ৯ বলে ২১ রান করে দলের সংগ্রহ ১৭৮ রানে পৌঁছান।

Header Ad
Header Ad

ইসলাম ‘অবমাননার’ দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীর জেল

বৌদ্ধ সন্ন্যাসী গালাগোদাত্তে জ্ঞানসারা। ছবি: সংগৃহীত

ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে কট্টরপন্থি এক বৌদ্ধ সন্ন্যাসীকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন শ্রীলংকার আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে গালাগোদাত্তে জ্ঞানসারাকে দোষী সাব্যস্ত করা হয়। যিনি দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

রায়ে ৯ মাসের কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৫০০ শ্রীলংকান রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।

শ্রীলংকায় বৌদ্ধ সন্ন্যাসীদের সাজা দেওয়ার নজির নেই বললেই চলে। তবে কট্টরপন্থি সন্ন্যাসী জ্ঞানসারা এ নিয়ে দ্বিতীয়বারের মত দণ্ডিত হলেন। ২০১৯ সালেও তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, পরে তিনি রাষ্ট্রপতির ক্ষমা পান।

তার বিরুদ্ধে রায়ের সময় আদালত বলেছে, শ্রীলংকার সংবিধান অনুযায়ী ধর্ম নির্বিশেষে সকল নাগরিক তার বিশ্বাস অনুযায়ী ধর্মচর্চার অধিকার রাখেন।

গালাগোদাত্তে জ্ঞানসারা দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তার শাসনামলে জ্ঞানসারা শ্রীলঙ্কার একটি সিংহলি জাতীয়তাবাদী বৌদ্ধ দলের নেতৃত্বে ছিলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য প্রেসিডেন্টের গঠিত বিশেষ ট্রাস্কফোর্সের প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন।

তবে ধর্মীয় সম্প্রীতির চেয়ে বরং বিদ্বেষ উসকে দেওয়ার ক্ষেত্রেই বেশি ভূমিকা রাখতে দেখা যায় জ্ঞানসারাকে। গত বছর দেশটির মুসলিম সংখ্যালঘুদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার দায়ে জ্ঞানসারাকে চার বছরের সাজা দেন আদালত। তবে আপিলে তাকে জামিন দেওয়া হয়েছিল।

এর আগে ২০১৮ সালে জ্ঞানসারাকে আদালত অবমাননা এবং দেশটির একজন নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানোর অভিযোগে ছয় বছরের সাজা দিয়েছিলেন আদালত। তবে শ্রীলংকার তৎকালীন রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার কাছ থেকে ক্ষমা পাওয়ায় তাকে ৯ মাসের বেশি কারাভোগ করতে হয়নি।

এদিকে নতুন করে পাওয়া সাজার বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন জ্ঞানসারা। তবে আপিলের চূড়ান্ত রায় হওয়ার আগে তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক।

Header Ad
Header Ad

৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান

সদস্য সংগ্রহ কর্মসূচি। ছবি: ঢাকাপ্রকাশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ এবং সেই লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক উচ্চতর সদস্য শাকিল উজ্জামান।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাকিল উজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে রাজপথ থেকে গড়ে উঠা একটি সংগঠন। স্বৈরাচারী হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে গণমানুষের ন্যায্য অধিকার আদায়ে দাবিতে গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে।

শাকিল বলেন, গতকাল বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা সারা দেশে গণঅধিকার পরিষদের একমাস ব্যাপী সদস্য সংগ্রহের কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে।

তিনি আরও বলেন, সদস্য সংগ্রহ কর্মসূচির প্রথম দিনেই টাঙ্গাইলে মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের সারা দেখে বোঝা যাচ্ছে গণঅধিকার পরিষদ আজ গণমানুষের ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে। গণঅধিকার পরিষদের প্রতীক ট্রাক মার্কার গণজোয়ার তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদ সারাদেশে যে কোন অন্যায় অবিচার শোষণ বৈষম্যের বিরুদ্ধে সব সময় কাজ করে যাচ্ছে।

এ সময় টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, সহ-সভাপতি রুবেল খান, আনিসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ, সাধারণ সম্পাদক নবাব আলী, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

ডাক বিভাগে ৫২৪ পদে বিশাল নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

ছবি: সংগৃহীত

অস্থায়ী ভিত্তিতে ১২ ধরনের পদে ৫২৪ জন নিয়োগ দেবে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম। পদগুলো ১৭ থেকে ২০তম গ্রেডের। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সব জেলার (সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ:

১. পোস্টম্যান
পদ সংখ্যা: ১৯০টি
যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ নিয়ে এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

২. স্ট্যাম্প ভেন্ডার
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৩. ওয়্যারম্যান
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ট্রেড কোর্সে বি/সি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৪. আর্মড গার্ডপদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৫. প্যাকার কাম মেইল ক্যারিয়ার
পদ সংখ্যা: ১২৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৬. অফিস সহায়ক (এমএলএসএস)
পদ সংখ্যা: ২৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৭. গার্ডেনার
পদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৮. পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)
পদ সংখ্যা: ১১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৯. বার্তাবাহক
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১০. রানার
পদ সংখ্যা: ১৩১টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১১. বোটম্যান
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১২. নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ২৭টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা

বয়স: ১১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আবেদন করতে আগ্রহীরা এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১২ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়: ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসলাম ‘অবমাননার’ দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীর জেল
৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান
ডাক বিভাগে ৫২৪ পদে বিশাল নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা
‘সাহস নিয়ে কাস্তে হাতে বসে ছিলাম, জীবন দিতেও দ্বিধা করতাম না‌’
এক ওসি পালানোর ঘটনায় আরেক ওসি প্রত্যাহার
কাল থেকে কলরেট, ইন্টারনেটসহ খরচ বাড়ছে ১০০ পণ্যের
জুলাই ঘোষণাপত্রে খুনিদের বিচার ও শাস্তির কথা থাকতে হবে: সারজিস
সংস্কারের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বিদায় নেবো: শিল্প উপদেষ্টা
১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস, থাকবে শৈত্যপ্রবাহ
জুলাই বিপ্লবে নিহত ৬ অজ্ঞাত মরদেহের সন্ধান
খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে রাজশাহীর দুর্দান্ত জয়
মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু
রাফির বিরুদ্ধে ৩২ কোটি টাকা লেনদেনের সত্যতা মেলেনি
বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের (ভিডিও)
বেড়েছে সিগারেটের দাম, অভ্যাস ছাড়বেন যেভাবে
ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
মাজার, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না: ফারুকী
বেঙ্গলে দুই দিনের সংগীতানুষ্ঠান: শীতের সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের সুরধারা
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল
দুর্নীতির শঙ্কায় মাল্টার নাগরিকত্ব পাননি টিউলিপের চাচি