নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত
উগ্র আচরণের কারণে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিনিসিয়ুস জুনিয়রকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।
এর আগে গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে ভিনিসিয়ুস ৭৯ মিনিটে লাল কার্ড পান। ম্যাচের ওই পর্যায়ে গোলকিপার স্টোল দিমিন্ত্রিভস্কিকে ঘাড়ে ধাক্কা দেওয়ার জন্য তাকে রেফারি সোজা লাল কার্ড দেখান। এরপর রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে মাঠে অপ্রত্যাশিতভাবে প্রতিক্রিয়া জানান ব্রাজিলিয়ান এই তারকা, যার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে।
ভিনিসিয়ুসকে লাল কার্ড দেখানোর পর রিয়াল ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত ম্যাচটি জিতে মাঠ ছাড়ে। ৮৫ মিনিটে লুকা মদ্রিচের গোলে তারা সমতায় ফিরেছিল, এবং ৯৬ মিনিটে জুড বেলিংহ্যামের দুর্দান্ত গোল রিয়ালকে ২-১ ব্যবধানে জয় উপহার দেয়।
এদিকে, রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের পর বলেন, ভিনিসিয়ুসকে লাল কার্ড দেওয়া ভুল ছিল এবং তিনি রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন। লাল কার্ড দেখার পর, ভিনিসিয়ুস রেফারির দিকে তেড়ে গেলেও সতীর্থ রুডিগার এবং গোলকিপিং কোচ লুইস লোপিস তাকে থামিয়ে দেন। পরে নিজের অপ্রত্যাশিত আচরণের জন্য ক্ষমা চান ভিনিসিয়ুস।
নিষেধাজ্ঞা অনুযায়ী, ভিনিসিয়ুস আগামী ১৯ ও ২৬ জানুয়ারি লাস পালমাস এবং রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। তবে ১০ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন তিনি।