ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ডকে হারিয়ে দুইয়ে ফিরল আর্সেনাল
ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। এই ম্যাচে শুরুতে বিবর্ণ থাকলে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্সেনাল। একে লিগ টেবিলে দুই নম্বরে ফিরল মিকেল আর্তেতার দল।
প্রতিপক্ষের মাঠে বুধবার (১ জানুয়ারি) রাতে ম্যাচের শুরুতে গোল খেয়ে বসে আর্সেনাল। ১৩তম মিকেল ডামসগার্ডের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান এমবিউমো।
শুরুতে বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না আর্সেনাল। ২৮তম মিনিটে দাভিদ রায়ার ভুলে আরেকটি গোল হজম করতে বসেছিল তারা। শেষ মুহূর্তে গোললাইন থেকে বল ফেরান স্প্যানিশ গোলরক্ষক।
২৯তম মিনিটে জেসুসের গোলে সমতায় ফেরে সফরকারীরা। বক্সের বাইরে থেকে থমাস পার্টির শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, হেডে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে ৬ গোল করলেন তিনি।
সমতায় থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। ৫০তম মিনিটে কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হয় ব্রেন্টফোর্ড, জটলার ভেতর থেকে বল জালে পাঠান মেরিনো। ৫৩তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে স্কোরলাইন ৩-১ করেন মার্তিনেল্লি।
বাকি সময়ে ব্রেন্টফোর্ডের ওপর চাপ ধরে রাখলেও গোলরক্ষকের পরীক্ষা তেমন নিতে পারেনি আর্সেনাল। স্বাগতিকরাও কোনো গোল করতে পারেনি এতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে আর্সেনাল।
এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনল আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট হলো ৩৯। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ব্রেন্টফোর্ড।