ম্যানসিটির পর আর কোনো ক্লাবের দায়িত্ব নিবেন না গার্দিওলা
পেপ গার্দিওলা। ছবি: সংগৃহীত
পেপ গার্দিওলা বলেছেন, কোনো জাতীয় দলে যোগ দেয়ার আগে ‘সম্ভবত’ ম্যানচেস্টার সিটি তার ক্লাব ক্যারিয়ারের ইতিহাসে শেষ অভিযান। সম্প্রতি ভবিষ্যতের প্রশ্নে এ কথা জানিয়েছেন ৫৩ বর্ষী স্প্যানিশ কোচ। সিনিজেনদের ডেরায় যোগ দিয়ে বিশ্বের অন্যতম সেরা কোচ ১৫টি মেজর শিরোপা জিতেছেন।
এদিকে অর্জনের ঝুলিতে নতুন নতুন সফলতা যোগ হওয়ার সঙ্গে গার্দিওলার বয়সও বেড়েছে। ৫৩ বছর বয়সী এই কোচ কদিন আগেই সিটির সঙ্গে নতুন করে চুক্তি করেছেন। ২০২৬ পর্যন্ত তিনি থাকবেন সিটিতেই। এরপর কি তাকে নতুন কোনো ক্লাবের ডাগ আউটে দেখা যাবে?
উত্তরটা গার্দিওলা নিজেই দিয়েছেন। ম্যানসিটির পর আর কোনো ক্লাবের দায়িত্ব নিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্প্যানিশ এই কোচ। তিনি বলেন, ‘আমি আর কোনো দলে দায়িত্ব নেব না। দূর ভবিষ্যতে কী হবে, তা নিয়ে কথা বলছি না, তবে এতটুকু বলি, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর অন্য কোনো দেশে গিয়ে এখন যা করছি, সেটি করব না।’
তবে আর কনো ক্লাবের দায়িত্ব না নিলেও জাতীয় দলের কোচ হিসেবে তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেন, ‘ওই প্রাণশক্তি তো থাকবে না। অন্য কোথাও গিয়ে নতুন করে শুরু করা, আবারও অনুশীলনের সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া—না, না, না। হয়তো কোনো জাতীয় দলে, তবে সেটি ভিন্ন ব্যাপার।’
কোচের দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পর গার্দিওলা ফুটবল থেকে দূরে থাকতে চান বলেই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এই অধ্যায়টাকে পেছনে ফেলে যেতে চাই, এরপর খেলতে চাই গলফ। আমার মনে হয় ছুটি নিলে আমার ভালোই হবে।’